COVID 19: ছুটির দিন শুরু না হতে হতেই লকডাউনের হুঁশিয়ারি

COVID 19
COVID 19 update | IMG source: IStock

COVID 19 এর সতর্কবার্তা জারি হওয়া শুরু হচ্ছে লকডাউনের কড়া ঘোষণা শুরু হতে চলেছে। চিনে করনা এর প্রকোপ বাড়তে শুরু করেছে। ৮ অক্টোবর চিনে জাতীয় উৎসব হয়েছে, তারপর থেকেই শুরু হয়েছে কভিড এর জুলুম। প্রায় 3 গুন বেড়ে গেছে, আগে ছিল 600 এখন 1800 পার হয়ে গেছে। 

COVID 19 বাড়ছে চিনে, এখন দুশ্চিন্তা হলো ভারতে কে নিয়ে, কারণ 2 দেশ এর মধ্যে যাতায়াত হলেই মানুষের মাধ্যমে ছড়াবে। চীনের কিছু শহর পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে সরকার। স্কুল, কলেজ, প্রায় সব কিছুই বন্ধ। অর্থনৈতিক দিক ঝিমিয়ে পড়েছে চীনের।

গত মঙ্গলবার থেকেই অনেক শহরে তালা পড়েছে। 12 দিনের মধ্যেই প্রায় 2 হাজারের বেশি মানুষ রোগে আক্রান্ত হয়েছে। মানুষের মধ্যে আসছে আবার আগের মতন আতঙ্ক। কিন্তু প্রায় 100% মানুষ এর ভেসিনেশন করা হয়েছে। কিন্তু মনে হয় সব ভ্যাকসিন গুলো ভুয়ো। 

চীনের সাংহাই এর করোনা এর প্রভাব আকাশচুম্বী। রাজধানী বেজিংয়েও একইরকম অবস্থা। কিন্তু রাজধানী হওয়ার কারণে ভিতরে ঢুকতে গেলে গত 3 দিনের করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার জরুরি। 

লকডাউন সব দেশের অর্থনৈতিক অবস্থার মেরুদন্ড ভেঙে দেয়। সেটা ভারত হোক বা চীন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram ~~ Google News