বর্তমান সময়ে লোন নেওয়া থেকে শুরু করে গাড়ির কিস্তি সবকিছুতেই ক্রেডিট স্কোর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্যান কার্ডের মাধ্যমে এই ক্রেডিট স্কোর জানা যায়। যত ভালো স্কোর তত ভালো পরিচয় আপনার লোন এর শোধের ওপর। আপনি যত ভালোভাবে আগে নেওয়া কোন লোন বা গাড়ির ইএমআই সময়ের মধ্যে দিয়েছেন ততই আপনার ক্রেডিট স্কোর বাড়তে থাকবে। এর ফলে আপনি অনেক কমেই যেকোন ো গাড়ির ডাউনপেমেন্ট অনেক কম টাকায় করতে পারবেন। তবে অনেক সময় একটু উনিশ-বিশ হওয়ার কারণে টাকা সময় শোধ না দিতে পারলে আপনার ক্রেডিট স্কোর এর উপর ভারী প্রভাব পড়ে। এই প্রভাবের ফলে আপনার ক্রেডিট স্কোর অনেকটাই কমে যায় যার কারণে ভবিষ্যতে কোন লোন নিতে গেলে আপনার এই খারাপ ক্রেডিটস করার জন্য লোন নিতে পারবেন না।
ক্রেডিট স্কোর বাড়াতে রইল কিছু টিপস:
ক্রেডিট কার্ড এর ব্যবহার: আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তবে সেটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আপনার ক্রেডিট স্কোরে। ধরুন আপনার ক্রেডিট লিমিট রয়েছে ৫০,০০০ আপনি যদি প্রতিমাসে আপনার লিমিটের কুড়ি থেকে ত্রিশ শতাংশের মধ্যে ব্যবহার করে থাকেন তবে আপনার ক্রেডিট স্কোর অনেকটাই বাড়বে প্রতিমাসে। আপনি যদি তার বদলে ৮০% ৯০% ব্যবহার করেন তাতে নেগেটিভ প্রভাব পড়বে আপনার ক্রেডিট স্কোরে।
আরও পড়ুন: Cyclone Mocha: এই নতুন ঝড়ের নাম Mocha কেন রাখা হলো?
ক্রেডিট কার্ডের সময়সীমা: আপনি যদি কোন লোন নিয়ে থাকেন বা আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তার লোনের পরিমাণ দীর্ঘ সময় মেয়াদী হয়ে থাকে তবে ক্রেডিট স্কোর এর ওপর পজিটিভ প্রভাব ফেলবে। যত বেশি সময় ধরে আপনি আপনার লোনের টাকা শোধ করবেন ততই স্কোর বাড়বে। এই কারণে পুরনো ক্রেডিট একাউন্ট কখনোই বন্ধ করবেন না।
আরও পড়ুন: PAN Card চুরি হয়ে গেলে কি করবেন? জেনে নিন নতুন পদ্ধতি
ডকুমেন্ট জালিয়াতি: ক্রেডিট স্কোর সঠিক রাখতে অবশ্যই বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাপগুলির মাধ্যমে প্রতি দুই সপ্তা তিন সপ্তাহ অন্তর অন্তর চেক করবেন আপনার নামে সঠিক লোন আছে কি নেই। অনেক সময় আপনার ডকুমেন্টের জালিয়াতি করে ঠকবাজরা ভুয়ো লোন নেওয়ার চেষ্টা করে। একবার লোন নিলে তারা সেটা কি পরিশোধ করে না যার কারণে আপনার ক্রেডিট স্কোর অনেকটাই কমে যায়।
আপনার সাথে কোন রকম জালিয়াতি হলে তৎক্ষণ paisabazaar & one score অ্যাপের মাধ্যমে চেক করুন আপনার ক্রেডিট স্কোর এবং নিকটবর্তী কোন লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করুন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |