GNM Nursing recruitment 2022 | CSTM Recruitment 2022 | কলকাতায় নার্স নিয়োগ

GNM Nursing recruitment

নার্সিং স্টুডেন্টদের জন্য রয়েছে এক দারুন সুখবর আজ অর্থাৎ ৮ ই আগস্ট ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ঘোষণা করেছে নার্সিং জিএনএম (GNM) পদে নিয়োগ। যারা স্বাস্থ্য তার তরে কাজ করতে চান তাদের জন্য এটি একটি দারুন সুযোগ। 

GNM Nursing recruitment – র যোগ্যতা বয়সসীমা ও বেতন সম্পর্কে আলোচনা:

নিয়োগ সংস্থা: 

ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (CSTM)

পোষ্টের নাম: 

GNM Nursing

স্থান:

কলকাতা

বেতন: 

25000/- মাসিক

শিক্ষাগত যোগ্যতা: 

শিক্ষাগত যোগ্যতা জানতে হলে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে হবে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক আমরা দিয়ে থাকব নিচে।

বয়সীমা: 

এই মাস অর্থাৎ ২০২২ সালের আগস্ট মাসের শেষ তারিখ পর্যন্ত আপনার বয়স যদি 40 বছরের নিচে হয় তবে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

GNM Nursing recruitment – র আবেদন কিভাবে করবেন?

  • প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। 
  • তারপর আপনাকে খুঁজতে হবে GNM অ্যাপ্লিকেশন ফর্মটি
  • কোনরকম ভুল ছাড়া ফ্রম টি ফিলাপ করবেন
  • যে সব ডকুমেন্ট ফরমে প্রয়োজন হবে তা অবশ্যই নিজের কাছে রাখবেন। 
  • এই কাজটি সম্পন্ন ইন্টারভিউ এর মাধ্যমে হবে, অতএব আপনাকে আগস্ট মাসের আগামী ২০ তারিখে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আপনাকে দেওয়া ঠিকানায় ইন্টারভিউ দিতে চলে যাবেন।

এই কাজটি সম্পন্ন ইন্টারভিউ এর ওপর হওয়ায় আপনার প্রতিযোগী একটু হলেও কম থাকবে। 

ঠিকানা:

Office of director, Tropical medicine, 108. Chittaranjan Avenue Kolkata – 700073

ইন্টারভিউ হওয়ার গুরুত্বপূর্ণ দ

20th August, 2022

অফিসিয়াল ওয়েবসাইট:  ক্লিক করুন

অফিসিয়াল নোটিফিকেশন লিংক: ক্লিক করুন

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Leave a Comment