
আপনারা হয়তো প্রায়শই কোম্পানির কাস্টমার কেয়ার নাম্বার খোলার জন্য গুগল এ সার্চ করে থাকেন। আপনি জেনে অবাক হবেন আপনার এই গুগল সার্চ করার ফলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার সমস্ত ডকুমেন্ট চলে যেতে পারে ঠকবাজদের কাছে। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব গুগল থেকে আমি শুধুমাত্র কাস্টমার কেয়ারের নম্বর খুঁজেছি যার ফলে এরকম হওয়া অসম্ভব। কিন্তু বর্তমানে ডিজিটাল চোরের পরিমাণ অনেক বাড়ছে মানুষের বুদ্ধি ও কাজ কর্মের পদ্ধতি পরিবর্তন হচ্ছে। আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সতর্ক করব কিভাবে আপনি এই কারসাজি থেকে বাঁচতে পারবেন।
আপনি কোন কোম্পানি ও টেলিকলারের কাস্টমার কেয়ার ফোন করার জন্য গুগলে সার্চ করে থাকেন এবং সেখান থেকেই সোজাসুজি ফোন করেন। ঠকবাজরা একই রকম কোম্পানির মতোই ওয়েবসাইট খুলবে এবং নম্বর দেবে নিজেদের। এই নম্বর তারা ডার্ক ওয়েব এর মাধ্যমে কেনে সেই কারণে এদের কোনরকম আতঙ্ক থাকে না। আপনি যখন তাদের নাম্বারে ফোন করবেন আপনার সাথে এমন ভাবে কথা বলবে যেন সত্যিই মনে হবে যে সে কোম্পানির লোক। আপনার সাথে ধীরে ধীরে কথা বাড়াবে ও আপনার বিশ্বাসের ফায়দা উঠিয়ে আপনার কাছ থেকে আপনার ফোনের সমস্ত ডকুমেন্ট যেমন ব্যাংক পাসবুক ওটিপি আদায় করে নেবে। একবার এই ডকুমেন্ট তাদের কাছে চলে গেলে আপনি কিছুই করতে পারবেন না তার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে শুরু করবে। ফলাফল তো জানলেন কিন্তু এবার বাঁচার উপায় জেনে নিন।
কিভাবে আপনি এই ফ্রড থেকে বাঁচবেন?
যে কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার আপনি google এ সার্চ করবেন। অবশ্যই তা কোন অথরাইজড ওয়েবসাইট হতে হবে। ভালো করে চেক করবেন কোম্পানির অথরাইজেশন এবং বাঁদিকের তালা চিহ্ন আছে কি নেই। কোম্পানির ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের কোনরকম পরিবর্তন হলেই আপনি বুঝে যাবেন এটি কোন ফ্রড এর ফাঁদ। এই ওয়েবসাইটে ভুলেও থাকবেন না সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন। দ্বিতীয়ত আপনাকে হোয়াটসঅ্যাপে বা ফোনের মেসেজে কোন লিংক পাঠালে কোনভাবেই সেই সমস্ত লিংকে চাপ দেবেন না।
আরও পরুনঃ
- ৩১ মার্চের পরে আপনার আধার কার্ডের জন্য জরিমানা দিতে হবে প্রতি মাসে ১০০০ টাকা
- প্রতিদিন গরম জল খেয়ে রোগব্যাধি থেকে বাঁচুন
আপনি যদি এরকম কোন ফ্রডের শিকার হয়ে থাকেন তবে বাড়িতে বসে না থেকে চটজল দিন আপনার কাছাকাছি কোন সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে যান। কিভাবে আপনার সাথে ফ্রড হয়েছে ত বিস্তারিত জানিয়ে কমপ্লেন ধার্য করুন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |