দীপাবলি গিফট এর নামে আপনার ব্যাংক থেকে চুরি যেতে পারে, কিন্তু কিভাবে?

cyber attack
cyber attack

দীপাবলিতে মানুষ বিভিন্ন সাজপোশাকের সাজে আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানায় বাড়িতে পূজা-অর্চনা করেন কিন্তু তার সাথে সাথে মানুষকে বিভিন্ন রকমের উপহার দেয় ও মিষ্টি বিতরণ করে। অনেক মানুষ আছে যারা একসাথে হতে পারে না সেই কারণে অনলাইনে গিফট পাঠানোর ব্যবস্থা করে থাকে।  আপনার সাথে হতে পারে এরকম,  আপনার অচেনাও আপনাকে গিফট পাঠাতে পারে।  ঠিক  গিফট পাঠানোর রেওয়াজকে তুলে ধরে চীনের কিছু সাইবার ক্রাইম হ্যাকাররা ফাঁদ পেতে রয়েছে মানুষের ফোনে। সাধারনভাবে আপনার ফোনে গিফটের লিংক আসবে আপনি কিছু বুঝতে পারবেন না আপনার ব্যাংক থেকে চুরি হয়ে যেতে পারে মোটা অংকের টাকা।

সাধারন একজন মানুষ যে আপনাকে গিফটের জন্য লিংক পাঠাবে। আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন এবং দামী গিফট এর লালসাতে সেখানে আপনার নাম, ফোন নাম্বা, ব্যাংক একাউন্ট, ফিলাপ করে দেবেন তারপরে আপনার সাথে ঘুরতে পারে এই দুর্ঘটনা।

সূত্র অনুসারে জানা যাচ্ছে এই ফিশিং ওয়েবসাইটের লিংক গুলো আসছে চীন থেকে। ভালো করে লক্ষ্য রাখবেন এই ওয়েবসাইটগুলির ডোমেন গুলি হয় .cn, .xyz  ছোটখাটো  ডোমেন এর মাধ্যমেই  এই চুড়িগুলো হয়।

এই লিংকগুলি আসবে আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট করলে দেয় যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম। নিজের সাবধানতা নিজের বজায় রাখতে হবে।  আপনাকে দামি কোন গিফটের লালসা দেখানো হলে আপনাকে সাবধান থাকতে হবে কোন লিঙ্ক থেকে।  আপনি সেই ব্যাপারে না জেনে থাকলে কখনোই সেই লিঙ্ক ওপেন করবেন না যদিও ভুলবশত করে থাকেন তবে কখনই আপনার ডকুমেন্ট দেবেন না।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন