Cyclone Mocha: আওয়া দপ্তরের মতে বঙ্গোপস্যা করে সামনের সপ্তাহে ওঝড় উঠতে চলেছে যার নাম রাখা হয়েছে মোকা। এই নাম নিয়ে কিছু বই তার কথা দেখা যাচ্ছে অনেকে বলছে মোচা অনেকে আবার বলছে মোকা। ইংলিশ অক্ষর এর বাংলা উচ্চারণ করতে গেলে এর নাম দাঁড়াচ্ছে মোচা।
বঙ্গোপসাগরে এর আগেও অনেক বড় বড় ঝড় সৃষ্টি হয়েছে। অনেক বছর আগে হয়েছিল আইলা ঝড়। তারপরে ২০১৯ সাল ফনি ২০২০ সাল আমফান ২০২১ সাল ইয়াস। যত বড় বড় বিপদ দিয়ে ঝড় দেখা গিয়েছে তাতে কলকাতার ওপরে চলেছে কড়া সতর্কতা। সুন্দরবন নিকটবর্তী এলাকা এছাড়াও দীঘা এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার নিকটবর্তী সমুদ্র সৈকত সব জায়গা থেকে মানুষদের সরিয়ে নিয়ে আসার ব্যবস্থা চলছে। আবহাওয়া দপ্তরের মতে ঘূর্ণিঝড় ফনি সঙ্গে মোকা -র বড়ই মিল থাকতে দেখা যেতে পারে।
পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জ ির দৌলতে চালু হয়েছে করা সর্তকতা। ওড়িশার দিকে সব থেকে বেশি পরিমাণ তাণ্ডব চালানোর ইঙ্গিত পাওয়া গিয়েছে তবে বাংলায় কতটা আসবে তা সঠিক জানা যায়নি।
Cyclone Mocha নামকরণ হলো কিভাবে?
এর আগে বিভিন্ন রকম নাম রাখা হয়েছে বিভিন্ন ঝড়ের তবে এইবারের ঝড়ের নাম Mocha বাংলায় বলা হচ্ছে মোকা। এই নাম নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে এবং অনেকেই জানার চেষ্টা করছে এই নামের উৎস কি?
লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়েমেনে দেশে অবস্থিত মোকা নামক একটি বন্দর রয়েছে সেই অনুসারে এই ঝড়ের নাম হয়েছে। আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া যে কোন ঘূর্ণিঝড়ের নামকরণ হতে মোট ১৩ টি দেশের সুপারিশ লাগে এই দেশের লিস্টের নাম রয়েছে ভারত বাংলাদেশ ইয়েমেন কাতার ইরান মালদ্বীপ মায়ানমার ওমান পাকিস্তান সৌদি আরব শ্রীলংকা আরো থাইল্যান্ড।
আরও পরুনঃ PAN Card চুরি হয়ে গেলে কি করবেন? জেনে নিন নতুন পদ্ধতি
আরও পরুনঃ NTPC Recruitment: NTPC তে নিয়োগ শুরু, বেতন ৫০,০০০ সময় সীমিত
প্রতিবছর এই ১৩ টি দেশ নাম নির্বাচন করে তবে আগে ১৬৯ টি নাম জমা করা হয়। বর্তমানে যে ঘূর্ণিঝড়ের কথা চলছে মোকা এর পরেই তাণ্ডব চালাতে পারে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে এক ঘূর্ণিঝড় যার নাম হবে মান্ডুষ। এই ঝড়ের নাম রাখছে আরব।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |