Cyclone Mocha: বর্তমানে মোকা ঝড় নিয়ে চলছে ভালোই উত্তেজনা। আজ থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে প্রায় 35 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া। ওড়িশার উপকূলে এবং কলকাতায় এর প্রভাব আসার ধারণা করা যাচ্ছে। তবে কতটা প্রভাব ফেলবে তা এখনো সুনিশ্চিত করা যায়নি। বর্তমানে এই ঝড়ের অবস্থান ভারতের অনেকটাই নিচে। বঙ্গোপসাগরের মাঝে সৃষ্টি হয়েছে ধীরগতির এক হাওয়ার ঘূর্ণিবাত। এটিও ধারণা করা গেছে এই জ্বর কলকাতার থেকে না এসে বাংলাদেশ ও মায়ানমার হয়ে উত্তর দিকে চলে যাবে। ব্যাংকক সিঙ্গাপুর এই জায়গা গুলোতে ও প্রভাব ফেলতে পারে, Cyclone Mocha.
১০ এবং ১১ তারিখ থেকে নিম্নচাপের সম্ভাবনা দেখা যেতে পারে উড়িষ্যা ও বাংলার সমুদ্র নিকটবর্তী এলাকায়। তবে মনে হচ্ছে না এই ঝড় কোন প্রভাব ফেলতে পারবে না বাংলায়।
আপনি শুধুমাত্র এই Mocha ঝড় নয়, আপনার ফোনের মাধ্যমে যে কোন ঝড়ের উৎপত্তিস্থল থেকে শুরু করে তার গতিপথ সমস্ত কিছু জানতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক সেটা কিভাবে সম্ভব।
আরও পরুনঃ Money Plant: বাড়ির সঠিক জায়গায় মানিপ্লান্ট গাছ না থাকলে বাস্তু দোষ
আরও পরুনঃ Cyclone Mocha: এই নতুন ঝড়ের নাম Mocha কেন রাখা হলো?
Mocha ঝড়ের গত পথ কিভাবে জানবেন আপনার ফোন থেকে?
আপনি শুধুমাত্র মোকা ঝড় নয় সব ধরনের ঝড় ও নিম্নচাপের বিষয় জানতে পারবেন আপনার ফোনের মাধ্যমে দুটি ওয়েবসাইটের এর মাধ্যমে। একটি হলো Zoom.earth আরেকটি Rainviewer.com.
ঝড়ের কোন ক্ষেত্রে সাহায্যের জন্য ফোন নাম্বার দেখে নিন। ৯৪৩২৬১০৪৫০ নম্বরে ফোন হোয়াটসঅ্যাপ, এছাড়াও ২২১৪ ১৮৯০, ২২৫০ ৫০৩৩, ২২৫০ ৫০৪৪ এবং ২২৫০ ৫১৪৬ নম্বরে ফোন করেও সাহায্য চাওয়া যাবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |