কালীপুজো ভেস্তে দিতে পারে সাইক্লোন, আগামী দুই দিনের মধ্যে শক্তি দ্বিগুণ হবে

সাইক্লোন
সাইক্লোন

গত কয়েক বছরে আমরা মনের উচ্ছাসে দুর্গাপুজো কালীপুজো উদযাপন করতে পারিনি COVID-19  এর কারণে।  কিছুদিন আগে দুর্গাপূজার সময় বলা হয়েছিল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তার প্রভাব কিছুটা  দেখা গেছিল দক্ষিণবঙ্গের দিকে।  কিন্তু দুর্গাপুজোর পর এবার  কালীপুজো  তেও এরকম বৃষ্টির সম্ভাবনা।  প্রথমে শুরু হবে নিম্নচাপ তারপর সেটি শক্তির দ্বিগুণ করে সাইক্লোন এর রূপ ধারণ করতে পারে। আবহাওয়াবিদদের অনুসারে আগামী ২২  তারিখে এই সাইক্লোন  পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা দু’জায়গাতেই আছড়ে পড়তে পারে। 

 আবহাওয়াবিদদের অনুসারে এই সাইক্লোন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে,  যা আগামী 22 শে অক্টোবর ভয়াবহ রূপ নিতে পারে।  এই সপ্তাহের শেষের দিকে অথবা পরের সপ্তাহের শুরুতেই এর প্রভাব দেখতে পাবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মানুষেরা।  সাধারণত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকেই এর প্রভাব বেশি হবে ধারণ করা যাচ্ছে। দক্ষিণবঙ্গ হিসেবে সাধারণত উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কলকাতা হুগলি মেদিনীপুর পূর্ব-পশ্চিম। উত্তরবঙ্গে বৃষ্টির সময় প্রায় শেষ সেই কারণে আগামী কিছুদিনের মধ্যে ও সেখানে বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এখনো পর্যন্ত আবহাওয়াবিদদের  মতে সতর্কবার্তা জারি করা হচ্ছে কিন্তু সাইক্লোন ঘূর্ণিঝড়  কোনটাই স্পষ্টভাবে বলা হয়নি,  কিন্তু নিম্নচাপ  শুরু হলে বোঝা যাবে।


ঘূর্ণিঝড় সাইক্লোন এর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ  ও উড়িষ্যার কিছু পদক্ষেপঃ

দীপাবলির সময় কোন রকম বিপর্যয় তৈরি হোক তা কোন রাজ্যে চায় না সেই কারণে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ যথাযথ পরিমাণে সতর্ক থাকার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সামনে কালী পূজার জন্য বিভিন্ন জায়গায় বড় বড় প্যান্ডেল ও সাজসজ্জা তৈরি হচ্ছে নবান্ন বিশেষ করে ব্যান্ডেল গুলিকে শক্তপোক্ত তৈরি করার ঘোষণা করেছে  এবং ডিএমকে নিজে দেখার দায়িত্ব দিয়েছে। 

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাঃ

এখনো পর্যন্ত যারা সমুদ্রের কাছে মাছ ধরতে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে 22 তারিখের মধ্যে ফিরে আসতে 23 শে অক্টোবর থেকে কোনোভাবেই সমুদ্রের দিকে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। 

দক্ষিণবঙ্গের দিকে আগামী কিছু সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে,  উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কমলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি।  আগামী শনিবারের পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন কলকাতা হুগলি উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন