চাকরির সন্ধান কারীদের জন্য নিয়ে এসেছি আরেকটি সুখবর। প্রধানমন্ত্রী কৃষি যোজনায় ডেটা এন্ট্রি অপারেটরের কর্মী নিয়োগ হবে। ধৈর্য ধরে বসুন নিচে জেনে নিন এর ব্যাপারে বিস্তারিত।
রিপোর্টের মাধ্যমে জানা গেছে প্রধানমন্ত্রী কৃষি যোজনার এই ডেটা এন্ট্রি অপারেটর এর জন্য পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের মানুষ এই আবেদন করতে পারবে। আলাদা আলাদা যোগ্যতার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে এই চাকরিতে। ছেলে মেয়ে উভয় এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এটিও রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে এই চাকরির জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরাই আবেদন করবে। অর্থাৎ প্রতিযোগিতা আরো কমে যাওয়া।
চাকরির পোষ্টের নাম:
প্রধানমন্ত্রী কৃষি যোজনা মাধ্যমে এই রিক্রুটমেন্ট এ মোট তিনটি পোষ্টের জন্য কর্মী নিয়োগ হবে, তিনটি পোস্ট এর নাম নিচে দেওয়া হল দেখে নিন
- ডেটা এন্ট্রি অপারেটর ( DEO )
- হিসাব রক্ষক ( Accountant )
- সাবজেক্ট মেটার স্পেশালিস্ট ( Subject matter specialist )
নিয়োগ সংস্থার ব্যাপারে বিস্তারিত আলোচনা:
প্রধানমন্ত্রীর কৃষি ও জল যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক হিসেবে কর্মী নিয়োগ হবে।
এই চাকরির জন্য আপনি কিভাবে আবেদন করবেন?
এই চাকরির জন্য আপনি অনলাইনে কিছু করতে পারবেন না আপনাকে অফলাইনে কিছু সামান্য পদ্ধতির মাধ্যমে ফরম ফিলাপ করে এই পদের জন্য আবেদনকরতে পারবেন।
- প্রথমেই আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যে ফর্মটি দেওয়া থাকবে সেটির প্রিন্ট আউট বার করে আপনাকে ফিলাপ করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমরা নিচে দিয়ে রাখবো সেখান থেকে দেখতে পারবেন।
- ফরম ফিলাপের সময় আপনাকে ফটো ও নিজের সই করা অত্যন্ত জরুরি।
- ফরমটি ফিলাপ হয়ে যাওয়ার পরে এর সাথে কিছু আপনার নিজস্ব ডকুমেন্ট জেরক্স করে পিন দিয়ে আটকে দিতে হবে এরপরে একটি খামের ভিতরে ভরে পাঠাতে হবে। চিঠিটি পাঠানোর ঠিকানা আমরা নিচে দিয়ে রাখবো ভালো করে দেখে নেবেন।
ফর্মটি জমা দেওয়ার সময় আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন?
- আপনার সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স লাগবে, শিক্ষাগত যোগ্যতা বলতে মাধ্যমিক থেকে শুরু করে আপনি লাস্ট যতদূর পর্যন্ত পড়েছেন তার সমস্ত সার্টিফিকেটের জেরক্স।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- জন্ম সার্টিফিকেট ( বয়সের প্রমাণের জন্য )
- আধার কার্ড ও ভোটের কার্ডের জেরক্স
- কালার ফটো ( পাসপোর্ট সাইজ )
- কাস্ট সার্টিফিকেট (যদি আপনার কাছে থেকে থাকে )
শিক্ষাগত যোগ্যতা:
- আপনি যদি ডাটা এন্ট্রি কাজের জন্য যুক্ত হতে চান তবে আপনাকে নূন্যতম গ্রাজুয়েশন পাস করতে হবে সাথে চাই যে কোন বিষয়ে কম্পিউটার সার্টিফিকেট।
- আপনি যদি হিসাব রক্ষক অর্থাৎ একাউন্টেন্ট এর চাকরি করতে চান তবে আপনাকে নূন্যতম গ্রাজুয়েশন পাস করতে হবে কমার্সের ওপর। সাথে আপনাকে হিসাব নিকাশ ও অ্যাকাউন্ট্যান্ট এর ওপর দক্ষ হতে হবে।
- আপনি যদি সাবজেক্ট স্পেশালিস্ট হতে চান তবে আপনাকে গ্রাজুয়েশন পাশ করতে হবে একটি বিষয়ের উপর এবং তার ওপর যথেষ্ট অভিজ্ঞতা ও জ্ঞান রাখতে হবে।
নিয়োগ পদ্ধতি:
এই চাকরির জন্য আপনি এপ্লাই করলে প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে, আপনাকে সামনাসামনি ইন্টারভিউ নেওয়া হবে আপনি পাস করলে, সর্বশেষে আপনার সমস্ত ডকুমেন্টের ভেরিফিকেশন করা হবে।
এই চাকরির জন্য বয়স সীমা ও বেতন কত?
আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতেই হবে এবং সর্বোচ্চ বয়স ৬৫।
এই চাকরিতে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বেতনের হিসাব করা হয়েছে:
- সাবজেক্ট স্পেশালিস্টের জন্য প্রতিমাসে ২৫০০০ টাকা।
- হিসাব রক্ষক অর্থাৎ অ্যাকাউন্টেন্ট এর জন্য রয়েছে প্রতিমাসে ১০০০০/- টাকা।
- ডেটা এন্ট্রি অপারেটরের জন্য প্রতি মাসে রয়েছে ৭৫০০/-
আবেদন করার সময়সূচী:
এই চাকরির জন্য আবেদন করার সময় শুরু হয়ে গেছে এবং শেষ হবে এই মাসের অর্থাৎ আগস্ট মাসের ১৮ তারিখ পর্যন্ত। (18/08/2022 )
চিঠি পাঠানোর ঠিকানা:
The project manager, WCDC, PASCHIM BARDHAMAN and deputy director of agriculture soil and water management, Burdwan, Krishi Bhavan, 4th Floor, DSF campus, Kalna Road, Purba Bhardhaman. PIN – 713101
অফিসিয়াল নোটিফিকেশন ও অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই দেখে নিন
অফিসিয়াল ওয়েবসাইট – https://bit.ly/3PRXwRY
অফিসিয়াল নোটিফিকেশন- https://bit.ly/3zq4l6i
অফিসিয়াল ইমেইল – ddaswm@gmail.com
- Commonwealth 2022: কঠিন লড়াই করে সোনা আনলো বাংলার ছেলে অচিন্ত্য শিউলি
- LPG GAS: আগস্টের শুরুতে LPG গ্যাস এর দাম কমলো
- Job News: প্রাইমারি এবং হাই স্কুলে প্রায় চার লক্ষ শিক্ষক নিয়োগ
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।