আপনার দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ছে এর প্রধান কারণ হলো পশ্চিমবঙ্গের ওপর বাড়তে থাকা ঋণের চাপ। বাংলায় দুর্নীতির পরিমাণ যেহারে বেড়েছে, সাধারণ মানুষের কি হাল হবে বোঝা বড় দায়। এই রাজ্যে শিক্ষার নামে নেয়া হয় মোটা টাকা, ও শিক্ষার পরে চাকরি পেতে লাগে আরো বেশি টাকা। যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা কোথায় যাবে? না পারে ভালো পড়াশুনা করতে না পারে চাকরি করতে।
আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর রাজ্য চালাতে নিচ্ছে লাখ কোটি টাকা। সেই টাকা যাচ্ছে কোথায়? নেতা মন্ত্রী শুরু থেকে শেষ সবাই টাকা খেয়ে ভুঁড়ি ভর্তি করে বসে আছে। কিন্তু সেই ঋণের টাকা শোধ করবে কে, সাধারণ মানুষ? হিসাব করে দেখা যায় আমাদের মুখ্যমন্ত্রী যত টাকা ঋণ নিয়েছে তা শোধ করতে, বাংলার প্রতি মানুষকে মাথা পিছু দিতে হবে প্রায় 60,000 টাকা করে। তবে ভাবুন জিনিসপত্রের দাম কেনো বাড়বে না?
- এই সিম দিচ্ছে আনলিমিটেড ডেটা অফার, কিভাবে পাবেন?
- বিনামূল্যে ওয়াইফাই ব্রডব্যান্ড পরিষেবা নিজের বাড়িতে, কিভাবে পাবেন?
বাংলায় শিল্প সম্মেলনের মধ্যে কিছু বাকি নেই, কিন্তু শিল্প কোথায়? বাংলায় শিল্প আনতে পারেনি আমাদের মুখ্যমন্ত্রী। বাংলা থেকে টাটা কোম্পানি যাওয়ার পর থেকে কোনো শিল্পের মুখ দেখেনি বাংলার মানুষ। তবে সবই কি শুধু মুখের কথা? জানতে চায় বাংলার মানুষ। বর্তমানে বাংলা থেকে সব কম বয়সী চাকরিপ্রার্থী বাইরের রাজ্যে চলে যাওয়ার চেষ্টা করছে।
দুর্নীতির রাজ্যে এই চলতি মাসের 1 তারিখ থেকে শুরু হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে দেয়া হচ্ছে প্রতি মহিলা কে 500 টাকা, তপশিলি জাতিদের জন্য থাকবে 1000 টাকা করে। কিন্তু টাকা আসছে কোথা থেকে? ঋণ নিয়ে মহিলাদের মধ্যে টাকা ছড়িয়ে দেয়া কতটা বুদ্ধিমানের কাজ সাধারণ মানুষ জানতে চায়। বাংলার অবস্থা আগামী তে অন্ধকারে নিমজ্জিত হবে। সবাই মিলে মুখ খুলুন যাতে বাংলার অবস্থা শ্রীলঙ্কা, পাকিস্থান এর মতন না হয়।
নিচে দেওয়া থাকল বাংলার ঋণের পরিমান
- 2011-12 = 187387.40 কোটি টাকা
- 2012-13 = 207702.04 ” “
- 2013-14 = 229778.76 ” “
- 2014-15 = 251996.59 ” “
- 2015-16 = 306042.58 ” “
- 2016-17 = 337682.41 ” “
- 2017-18 = 360961.07 ” “
- 2018-19 = 393299.71 ” “
- 2019-20 = 433475.00 ” “
- 2020-21 = 481998.81 ” “
- 2021-22 = 528833.05 ” “
নিজের রাজ্য কে বাঁচাতে গর্জে উঠুন সবাই মিলে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |