বিয়ে না করেই দেব রুক্মিণী হানিমুন করছে? ধরা পড়লো ফটো

Dev Rukmini Honeymoon photos
Dev Rukmini Honeymoon photos

টলিউডের অন্যতম অভিনেতা দেব অধিকারী এবং বর্তমানের জনপ্রিয় অভিনেত্রীর রুক্মিণী মিত্র ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছে একসাথে। তাদের সোশ্যাল মিডিয়া আইডি থেকে জানা যায় এ বিষয়ে কিন্তু তারা একসাথে ফটো দেয়নি। বর্তমানে দেব অধিকার ী অর্থাৎ দেব জনপ্রিয় অভিনেতা তার প্রেমিকা হিসেবে ধরাই চলে রুক্মিণী মিত্রকে। তিনিও বাংলা সিনেমাতে খুবই ব্যস্ত হয়ে উঠেছেন মৃত্যুর পর একটি বড় বড় প্রজেক্ট করে যাচ্ছেন। কিছুদিন আগে অভিনেত্রী এবং অভিনেতা দুজনাই তাদের নিজস্ব সিনেমার শুটিং নিয়ে অসুস্থতার মধ্যে পড়ে শহরের ব্যস্ততম জীবন ছেড়ে মালদ্বীপ গিয়েছেন তাদের নিজস্ব সময় কাটাতে।

কিন্তু বর্তমানে প্রশ্ন তারা একসাথে কেন ফটো দেয়নি আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে ফটো দেখতে পায় সাধারণ মানুষ তারপর থেকেই মানুষের মধ্যে কোলাহলের শুরু। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব বিয়ে না করেই হানিমুন কাটাচ্ছে রুক্মিণী মিত্র সাথে? মানুষের মধ্যে আলোচনা হচ্ছে কৌতূহল বাড়ছে।

আরও পরুনঃ এপ্রিল থেকে এই জিনিসগুলির দাম ও নিয়ম পরিবর্তন হচ্ছে

আরও পরুনঃ IPL এর মার্কেট ৯১ হাজার কোটি টাকা! তারমধ্যে চ্যাম্পিয়ন দল কত পাচ্ছে?

দেবতার সিনেমা বাঘাযতীন নিয়ে খুবই ব্যস্ত রয়েছে তার মধ্যে এই সিনেমাটি এই বছর পুজোর সময় রিলিজ পাবে। অর্থাৎ কাজের চাপ রয়েছে প্রচুর। সিনেমা শুটিংয়ের মধ্যেই হঠাৎ চোখে আঘাত পায় অভিনেতা ফলে রেস্ট নেন বর্তমানে অবশ্য তিনি ঠিক আছেন। আরেক দিকে রুক্মিণী মিত্র বিনোদিনী সিনেমায় শুটিংয়ের সময় জ্বরে অসুস্থ হয়ে পড়েন। তারপরেও অনেক দিন রেস্ট নেন। এরমধ্যেই কাউকে না জানিয়ে দেব হঠাৎ একই জায়গা থেকে তাদের সোশ্যাল মিডিয়া একাউন্টে ফটো পোস্ট করে। দেব যে টুপিটি পড়েছিল সেই একই টুপি রুক্মিণী কেও পড়তে দেখা যায়।

আমরা কামনা করি তাদের পার্সোনাল লাইফ নিজের কাছে থাকুক এবং তাদের পার্সোনাল সময় ভালো কাটুক।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন