কলকাতার নতুন অডিটেরিয়াম ধনধান্যের জন্য কত টাকা খরচ হলো জানেন?

Dhandhanya auditorium in kolkata cost
Dhandhanya auditorium in kolkata cost

আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন কলকাতাকে তিনি লন্ডন বানাবেন। দুর্নীতির কারণে টাকা কোথায় কোন নেতার পকেটে যাচ্ছে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে তৃণমূলের বিভিন্ন নেতার উপর। তারমধ্যে সামনেই রয়েছে ভোট এর আগে এই অডিটোরিয়ামের উদ্বোধন হলো গত বৃহস্পতিবার। এই অডিটোরিয়াম অনেকটাই বড় এবং এর টেকনোলজি জাপানের, জানা গিয়েছে। জানেন এই অডিটোরিয়াম বানাতে কত খরচা হলো পশ্চিমবঙ্গ সরকারের?

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এই অডিটরিয়াম বানাতে একই সময় প্রায় ৬০০ জন কর্মী দিনরাত পরিশ্রম করেছে। বৃহস্পতিবার এই অডিটোরিয়ামকে উদ্বোধন করা হয়। দ্বিজেন্দ্র রায় কে উদ্দেশ্য করে এই উদ্বোধন। এই অডিটরিয়ামটি পুরোটাই শঙ্খের মতো দেখতে দিনের বেলায় দেখে মনে হবে বরফের সুন্দর রূপ রাতের বেলা তার থেকে বেরিয়ে আসবে বিভিন্ন ধরনের আলোর ছটা। জানা গেছে এই আলো কোনটাই আনা হয়েছে জাপান থেকে। ছয় তলা বিশিষ্ট এই ধনধান্য অডিটোরিয়াম। নির্মাণের দায়িত্ব ছিল পূর্ত দফতরের হাতে।

আরও পরুনঃ বন্দে ভারত চলবে কৃষ্ণনগরে! কবে থেকে জানেন?

আরও পরুনঃ ২০ তারিখ পূর্ণ সূর্যগ্রহণ, কোথায় কখন দেখা যাবে এবং সময় দেখে নিন

শঙ্খের মতো এই অডিটোরিয়ালকে বানাতে পুরোপুরি লোহার স্ট্রাকচার লেগেছে তারপরে জিংক দিয়ে ঢাকা হয়েছে। জাপান থেকে যে আলো আনা হয়েছে তার মধ্যে ৩৩ হাজার রংকে ফুটিয়ে তোলা হবে। ২০১৮ সালে হয়েছিল এই কার্য কিন্তু মহামারী চলাকালীন এই কার্য বন্ধ হয় তবে আবার চালু করা হয়েছিল ২০২১ সাল থেকে। ধারণ করা হচ্ছে এই অডিটোরিয়ামকে বানাতে প্রায় ৪৫০ কোটি টাকা খরচ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন