ধনতেরাস এর পর থেকেই এই রাশির মানুষদের টাকার অভাব দূর হবে

ধনতেরাস
ধনতেরাস


কয়দিনের মধ্যে দীপাবলি , পশ্চিমবঙ্গ থেকে শুরু  করে সারা  ভারতবর্ষে এই  দীপাবলি উদযাপন হয়।  দীপাবলীর দিনে বাড়ির সবাই এবং আত্মীয়-স্বজন এক জায়গায় হয় পূজার মাধ্যমে দিনটিকে উদযাপন করে। সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আলোর বিভিন্ন কারসাজি দেখা যায়, বাড়িতে বাড়িতে সাজানো থাকে ছোটখাটো টুনি লাইট। 

পশ্চিমবঙ্গের অর্থাৎ বাঙ্গালীদের জন্য সেটি হয় কালীপুজোর দিন।  কিন্তু ঠিক আগের দিনে পালন হয় ধনতেরাস।  ধনতেরাসের দিনে সোনার জিনিস এবং কেউ বাসনপত্র কাঁসা-পিতল বিভিন্ন জিনিস কেনার রেওয়াজ রয়েছে।  এ দিনটিকে খুব শুভ হিসেবে মনে করেন পুরো ভারতবর্ষ।  এই দিনটিতে বাজারে সোনার দোকান ও বাসনালয় এতে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাবেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ধনতেরাসের দিন থেকে অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। জানা গেছে শনি দেবতা ধনতেরাস এর পর থেকে মকর রাশি থেকে পরিবর্তন হচ্ছেন।

আসুন দেখে নেওয়া যাক ধনতেরাসের পর থেকে কাদের ভাগ্য খুলতে চলেছেঃ

মেষ রাশিঃ ধনতেরাসের পর থেকে মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে।  কোন না কোন দিক থেকে অর্থের অভাব দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।  কর্মজীবন উন্নতি যদি চাকরিজীবী হয়ে থাকেন তবে আপনার পদোন্নতি হতে পারে।  দাম্পত্য  জীবন সুখের হবে। আধ্যাত্বিক কাজে মন দিতে পারবেন।

মিথুন রাশিঃ  ধনতেরাসের পর থেকে মিথুন রাশির ভাগ্য খুলতে চলেছে।  অর্থের অভাব দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।  দাম্পত্য জীবন ভালো যাবে।  আশেপাশের মানুষদের কাছ থেকে সম্মান একটু বেশি পাবেন।  পরিবারের সাথে সমস্যা থাকলে ধীরে ধীরে সমাধানের দিকে যাবে এবং পরিবারের সাপোর্ট পাবেন।

কর্কট রাশিঃ  কর্কট  রাশির মানুষদের জীবনে উন্নতির দিকে যেতে চলেছে।  কর্মজীবনে ব্যবসা ও চাকরিজীবী  দুই দিকেই দারুন উন্নতির  আশা করা যাচ্ছে।  দাম্পত্য জীবন সুখের হবে।  আধ্যাত্বিক কাজে হাত লাগাতে পারেন।

বৃশ্চিক রাশিঃ ধনতেরাস এর পর থেকে বৃশ্চিক রাশির  জাতক জাতিকাদের অর্থের অভাব দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।  আশেপাশের পরিবেশ থেকে একটু সম্মান বেশি পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে পরিবারের সমর্থন পাবেন। ব্যবসা ব্যবসা-বাণিজ্য ও চাকরি সমস্যা কমতে শুরু  করবে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন