সরস্বতী পুজোর দিন এই কাজগুলো ভুলেও করবেন না

সরস্বতী পুজোর দিন এই কাজগুলো করবেন না
সরস্বতী পুজোর দিন এই কাজগুলো করবেন না

সরস্বতী দেবীকে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যা এর দেবী মানা হয়ে থাকে। এই দেবীর কৃপায় শিল্প ক্ষেত্রে ও বিদ্যালয়ে বিদ্যার ভাণ্ডার ফুলে ফেঁপে ওঠে। বাসন্তী পঞ্চমীর দিন দেবীর আরাধনা করা হয়। এই বছর  সরস্বতী দেবীর পুজোর সময় 2023 এর 26 এ জানুয়ারি।

ব্রহ্মা এর মানব কন্যা দেবী সরস্বতী এবং মহাদেব ও মা দুর্গার প্রিয় কন্যা। কথিত আছে সরস্বতী দেবী যখন মর্তে পা রাখে, সেই সময় বিভিন্ন আলোর অভা দেখতে পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বাসন্তী হলুদ রং সব চেয়ে বেশি পরিমাণে ছিল।

আরও পরুনঃ

সরস্বতী পুজোর দিন কি কি করা উচিৎ নয়

  • দেবী সরস্বতী কৃপায় আমরা সকলেই পেতে চাই। কিন্তু আপনি হয়তো জনের না নিজের অজান্তেই অনের ভুল করে ফেলি যার ফল স্বরূপ দেবীর কৃপা থেকে আমরা বঞ্চিত হয়। ফলে আমাদের জীবনে নেমে আসে ঘোর অমঙ্গল। চলুন দেখে নেই কি কি করা উচিত না।
  • সরস্বতী পুজোর দিন ভুল করে কখনো হাতের নখ কাটবেন।
  • দেবীর পুজোর দিন অন্তত বই পড়া থেকে বিরত থাকুন।
  • পুজোর দিন সেলাই এর কোনো কাজ করবেন না।
  • পুজোর সময় অবশ্যই খেয়াল রাখবেন, পুজো চলাকালীন কোনোমতেই পুজোর প্রদীপ নিভে না যায়।
  • কালো বা লাল রং এর বস্ত্র পরিধান করবেন না, চেষ্টা করবেন সাদা বা হলুদ বর্ণের পোশাক পরিধান করবার।

সরস্বতী দেবী যেহুতু বিদ্যার দেবী, সেই কারণে পুজোর দিন কারো সাথে বচসায় করতে যাবেন না এতে দেবী রুষ্ট হন।

মনের অন্ধকার দূর করে প্রবিত্র মনের দেবীর আরাধনা করুন, সকল ঘরে ঘরে বিদ্যার আলো পৌঁছোক এবং শুধু পুঁথিগত শিক্ষা নয় মানুষ হবার শিক্ষা সকলে র ঘরে পৌঁছাক। সকলে সুস্থ থাকুন, দেবীর আরাধনা করুন, আসা করি দেবীর কৃপায় আপনার জীবন আলোকৃত হয়ে উঠবে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন