মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন? নতুন যন্ত্রের মাধ্যমে চালক ধরবে পুলিশ

Don't Drink and Drive
Don’t Drink and Drive

এখনকার দিনে উৎসব উপহার সবকিছুতেই মানুষ মাত না খেলে কিছু করতেই পারে না। মদ খেয়ে মাতলামি করাটা এখনকার দিনে ফ্যাশন হয়ে গেছে। ড্রাইভাররা রাস্তায় গাড়ি চালানোর সময় ভালো পরিমাণ মদ পান করে থাকেন। অনেক সময় এই মদ যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় বেশিরভাগ সময় চালকদের এক্সিডেন্ট করতে দেখা যায়। চালক যে মদ্যপান করেছিল কিন্তু যার সাথে এক্সিডেন্ট হয় সে মদ্যপান না করে থাকতেও তাকে নিজের প্রাণ খোয়াতে হয়। আরো বিভিন্ন খারাপ দিকে তুলে ধরে, কলকাতা পুলিশের কাছে এক নতুন যন্ত্র এসেছে যার মাধ্যমে কোন গাড়ি চালক মদ্যপান করে আছে কিনা এবং কতটা পান করে আছে সমস্ত কিছু জানতে পারবে। এ সমস্ত কাজ হবে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে। গাড়ি চালককে মদ্যপ অবস্থায় পাওয়া গেলে ভারী পরিমাণ জরিমানা করা হবে।

এর আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালককে ধরার জন্য একটি যন্ত্র ছিল যার মাধ্যমে প্রতিটি চালককে ওই মেশিনের ভিতরে মুখ দিয়ে হাওয়া দিতে হতো ফলে মুখের নিঃশ্বাসের সাথে কতটা অ্যালকোহল মিশিয়ে আছে তার পরিমাণ সেই মেশিনে দেখিয়ে দিত। কিন্তু কোভিড আসার সময় তা সম্ভব হয়নি কারণ ড্রাইভার এবং রাস্তাঘাটের মানুষদের মাক্স পড়ে থাকতে হতো। বর্তমানে এই নতুন প্রযুক্তি রাস্তাঘাটে হওয়া অনেক দুর্ঘটনা থেকে বাঁচাবে। 

সবার লাল বাজারে ইতিমধ্যেই সেই ব্রেথ লাইজারের দরপত্র এসে গেছে। বরাদ্দ করা হয়েছে ২১.৮৩ লক্ষ টাকা। এপ্রিল মাসের শেষের দিকে সমস্ত ট্রাফিক গারদের হাতে এই যন্ত্র পৌঁছে যাবে।

আরও পরুনঃ অল্প বয়সে হাই ব্লাডপ্রেসার? কারণ ভয়বহ

আরও পরুনঃ UPI Transaction Limit | টাকা লেনদেনে ব্যাংকের বিরাট বড় নিয়ম পরিবর্তন

ট্রাফিক নিয়ম মানুন, সাবধানে গাড়ি চালান নিজে বাঁচুন ও অন্য কে বাঁচতে দিন। মদ্যপ অবস্থায় কখনো গাড়ি চালাবেন না।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন