প্লাস্টিকের বোতলে জল খেয়ে লিভার ক্যান্সার

Drink Water in Plastic bottle causes cancer
Drink Water in Plastic bottle causes cancer

প্লাস্টিকের বোতলে জল খায় আমাদের দেশের প্রায় সবাই কিন্তু অনেকেই জানেন না এই প্লাস্টিকের বোতলের জল পেয়ে আমরা নিজেদের শরীর কে কতটা ক্ষতি করছি। প্লাস্টিকের বোতলে জল খেয়ে আমরা নিজেদের ইমিউনিটি পাওয়ার ক্যান্সার, লিভার ক্যান্সার, সুগার, হাই ব্লাড প্রেসার এর মত বিভিন্ন ধরনের রোগ ব্যাধিকে ডেকে আনছি। আমাদের মত অর্থনীতি দুর্বল উন্নয়নশীল দেশে এটি একদমই স্বাভাবিক। প্লাস্টিকের বোতল সহজলভ্য সস্তা ও টেকসই ফলে খুব সহজেই মানুষ ব্যবহার করতে পারেন।

প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকের কিছু মাইক্রো কণা যা জলের সাথে মিশে যায় এবং বোতলে করে জল রেখে দিলে রোদে রাখলে তার মধ্যে বিক্রিয়া শুরু হয় প্লাস্টিক ও রোদের আলোতে জলের সাথে সেই বিক্রিয়ায় নতুন একটি উপাদান সৃষ্টি করে যার নাম পেথেলেটস। প্রধানত এর কারণে লিভারের ক্যান্সার দেখা যায়। এছাড়াও এই উপাদানটি পুরো শরীরে স্পার্ম কাউন্ট কমিয়ে দেয় যার ফলে বংশবিস্তারে সমস্যা দেখা দেয়। 

অনেকে আছে যারা কোল্ড্রিংসের বোতল ধুয়ে দীর্ঘদিন ধরে জল পান করেন সেটি আরো ক্ষতি নরমাল বাইরে থেকে কিনে নিয়ে আসা জলের বোতলের থেকে। দীর্ঘদিন ধরে এই প্লাস্টিকের বোতলে জল খাওয়ার জন্য ইমিউনিটি পাওয়ার কমতে থাকে এবং যেকোনো বড় ধরনের অসুখ সহজে আটক করতে পারে।

প্লাস্টিকের বোতলে বিক্রিয়ার ফলে একটি রাসায়নিক পদার্থের উৎপাদন করে যার নাম BPA এই রাসায়নিক এর মাধ্যমে শরীরে মাত্রা বাড়িয়ে দেয় এর ফলে ডায়াবেটিস বন্ধ্যাক্ত ওবেসিটি নামক আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বয়সন্ধিকালে মেয়েদের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হয় এই রাসায়নিকের কারণে।

আরও পরুনঃ এই নাম্বারের মাধ্যমে দুয়ারে সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন

আরও পরুনঃ এপ্রিল থেকে এই জিনিসগুলির দাম ও নিয়ম পরিবর্তন হচ্ছে

সূর্য রশ্মীর সাথে প্লাস্টিকের বিক্রিয়া ফলে সবার প্রথমে উৎপাদন করে ডায়াকসিন নামক এক রাসায়নিক। এর মাধ্যমে বুকে বেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়।

প্লাস্টিকের বোতল ছেড়ে বিকল্প কি?

আপনি বিকল্প যাই বেঁচে থাকুন প্লাস্টিকের বোতলে আজ থেকেই জল খাওয়া বন্ধ করুন। প্লাস্টিকের বোতল ছেড়ে আপনি তামার পাত্র এবং স্টিলের পাত্রে জল খেতে পারেন তামার বোতল বা গ্লাসের দাম একটু বেশি হওয়ায় আপনার পকেটের নাও আসতে পারে তার বদলে আপনি স্টিলের বোতল সাথে কাচের বোতল ব্যবহার করতে পারেন। আপনি না পারলে মাটির পাত্রে খাওয়া শুরু করুন মাটির পাত্রে জল খেলে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে সাথে জল ঠান্ডা থাকবে।

নিজে বাঁচুন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচতে সাহায্য করুন প্লাস্টিক বর্জন করুন।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন