ড্রাই শ্যাম্পু হতে পারে আপনার ক্যান্সার এর কারন

ড্রাই শ্যাম্পু
ড্রাই শ্যাম্পু হতে পারে আপনার ক্যান্সার এর কারন

নিত্যদিনের চুলকে ভালো রাখতে নিশ্চয়ই আপনি ব্যবহার করেন শ্যাম্পু। কিন্তু বর্তমান প্রযুক্তিতে শ্যাম্পু রয়েছে দু রকমের একটি হল নরমাল শ্যাম্পু যেটি সাধারণত আমরা জল দিয়ে ব্যবহার করে থাকি আর অপরটি হল ড্রাই শ্যাম্পু যেটি ব্যবহার করতে লাগে না কোন জল।

বর্তমানে কর্মব্যস্ততার জন্য এবং সুবিধার জন্য আমরা অনেকেই এই ড্রাই শ্যাম্পু ব্যবহার করছি। আপনি জানেন কি এই ড্রাই শ্যাম্পু আপনার জীবনে ডেকে নিয়ে আসছে এক মহাবিপদ। বিশেষজ্ঞরা বলছেন ড্রাই শ্যাম্পু ব্যবহারে আপনার হতে পারে মারাত্মক কর্কট রোগ বা ক্যান্সার। কারণ এই শ্যাম্পু গুলির মধ্যে পাওয়া গেছে অতিরিক্ত বেনজিন যা হতে পারে আপনার ক্যান্সারের কারণ।

বিশেষজ্ঞরা ৩৫ টির বেশি ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পু দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান, এবং জানা যায় এই ধরনের শ্যাম্পুতে ৭০ শতাংশের বেশি পরিমাণে রয়েছে বেনজিন। ফলাফল সামনে আসার সঙ্গে সঙ্গেই এই প্রসাধারী সংস্থাগুলিকে তাদের এই ড্রাই শ্যাম্পু গুলি বাজার থেকে তুলে নেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে FDA. FDA দিয়ে জানানো হয়েছে যে এই শ্যাম্পু গুলিতে বেনজিন ব্যবহারের সঙ্গে সঙ্গে প্রোপেন ও বিউটিন ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এগুলি মূলত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে পাওয়া যায়। অশুদ্ধি অবস্থায় পেট্রোলিয়াম পদার্থের সঙ্গে মিশে থাকে বেনজিন। এমন একটি উপাদান যা নিত্যদিন শরীরের সংস্পর্শে এলে অনেক রোগ দেখা দিতে পারে সঙ্গে দেখা দিতে পারে মারণ রোগ ক্যান্সার ও।

তবে এই শ্যাম্পু গুলিতে কতটা পরিমান বেনজিন পাওয়া গেছে তা পুরোপুরিভাবে বলা না হলেও । মাত্রা অতিরিক্ত বেনজিন পাওয়া গেছে এইটুকু বোঝাই যাচ্ছে সংস্থার কথা দ্বারা।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন