আরশোলা টিকটিকি বাড়ি থেকে দূর করার সহজ পদ্ধতি আপনার হাতেই

আরশোলা টিকটিকি
আরশোলা টিকটিকি তারান ঘড়ের নিজের জিনিস দিয়ে

আরশোলা টিকটিকি নাম শুনলেই যেন আমাদের গা ঘিনঘিন করে। আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়ি থেকে এগুলিকে দূরে রাখতে কারন এগুলি আমাদের কাছে ঘৃন্নার হওয়ার সাথে সাথে বিষাক্ত বটে। কিন্তু আমরা আমাদের বাড়ি যতই পরিষ্কার করি না কেন এগুলি আমাদের বাড়ি থেকে যেতেই চায় না। এই বাড়ি থেকে তাড়াতে হলে ব্যবহার করতে হবে বেশ কিছু পদ্ধতি । এখন সেগুলি জেনে নেব আমরা:

আরশোলা টিকটিকি বাড়ি থেকে দূর করার সহজ পদ্ধতিঃ

পেপার স্প্রে: টিকটিকি দূরীকরণে অসাধারণ কাজ করে এই পেপার স্প্রে , একটি স্প্রে বোতলে জল ভরে তার সঙ্গে সামান্য গোল মরিচ অথবা লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিলেই তৈরি আপনার পেপার স্প্রে। ফ্রিজের পিছনে সোফার পেছনে অথবা যে কোনও দেয়াল এ এখন আপনি স্প্রে করতে পারেন এটি। এটি যেহেতু ঝাঁজালো তাই ব্যবহার করার আগে মুখে মার্কস পরতে অবশ্যই ভুলবেন না এবং তার সঙ্গে সঙ্গে নিজের চোখকেও সাবধানে রাখবেন।

ডিমের খোসা: টিকটিকি দূর করতে ডিমের খোসা ব্যবহার মুখ্যম একটি টোটকা । আপনার বাড়িতে যেখানে প্রচুর পরিমাণে টিকটিকি আছে সেখানে আপনি ডিমের খোলা রেখে দিন। খোসা দেখলে সাধারণত টিকটিকিরা ভয় পায় এবং তারা সেখানে আসে না। টিমকে মাঝামাঝি ভেঙ্গে সেই খোলা রেখে দিন এবং প্রত্যেক তিন চার সপ্তাহে সেটিকে পাল্টান।

ন্যাপথলিন: ল্যাপথলিয়ে থাকে একটি উগ্র গন্ধ যা কীটপতঙ্গরা একেবারেই সহ্য করতে পারে না। টিকটিকি সহজে কোন কীট পতঙ্গ থেকে বাঁচতে অবশ্যই ব্যবহার করতে পারেন এই ন্যাপথলিন।

ফ্লাইপেপার : সাধারণত আলোর সামনে পোকামাকড় বেশি ঘোরাঘুরি করে , এবং আমরা জানি টিকটিকের প্রধান খাদ্য পোকামাকড় , এবং সেই পোকামাকড় ধরার জন্য টিকটিকি আলোর সামনে ঘোরাফেরা করে, তাই আপনার বাড়ির আলোর কাছে রেখে ফ্লাইপেপার। এতে আপনি খুব সহজেই পোকা সহ টিকটিকি গুলোকে ও ধরে ফেলতে পারবেন। তারপর সেগুলিকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিন।

কীটনাশক ট্যাবলেট: যে জায়গায় টিকটিকি বেশি ঘোরাফেরা করে সেই জায়গায় এই ট্যাবলেট গুলি রেখে দিন। এগুলি একবার খেলে টিকটিকির মৃত্যু হবে। তবে এই পদ্ধতি ব্যবহার না করাই ভালো। যদিও বা করে তাহলে অবশ্যই বাড়ির পোষ্য থেকে বাচ্চা এদের থেকে এটিকে দূরে রাখুন।

রসুন: রসুনে থাকে তীব্র গন্ধ যে গন্ধ টিকটিকিরা সহ্য করতে পারে না। তাই টিকটিকি তাড়াতে অবশ্যই আপনি রান্না ঘরে রাখতে পারেন রসুন।

পেঁয়াজ: রসুনের মত পেঁয়াজের গন্ধ ঝাঁঝালো হওয়ায় টিকটিকিরা এর গন্ধ সহ্য করতে পারে না। ফলে আপনি যদি টিকটিকির যাতায়াতের জায়গায় একটু পেঁয়াজ কেটে দিয়ে রাখেন তাহলে সেই জাহাজে টিকটিকি আর সেই জায়গায় আসতে পারবে না।

তামাক এবং কফি দিয়ে তৈরি বিষ: সামান্য তামাকের সঙ্গে কফির গুড়ো মিশ্রণ করে হাতের মাধ্যমে ছোট ছোট বল তৈরি করুন , তারপর সেই বল গুলি কে ভূত্বিকের মাথায় দিয়ে যেই জায়গায় টিকটিকি বেশি ঘোরাফেরা করে সেই জায়গায় রেখে দিন । এটি খেলে টিকটিকি মারা যেতে পারে। তাই এটি না ব্যবহার করাই শ্রেয়।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন