গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে প্রায় মধ্যবর্তী পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ। ফলে অতিরিক্ত হাওয়া চলাচল করায় বিদ্যুৎ থাকছে না। বর্তমানে বিদ্যুৎ ছাড়া প্রতিটা বাড়িতে সবাই অচল। বিদ্যুৎ চলে গেলে সেটি আপনার বাড়ির পাশেও সমস্যা হতে পারে বা যেখান থেকে বিদ্যুৎ আসছে সেখানেও সমস্যা হতে পারে। বজবিদ্যুৎ ও বৃষ্টি কমে যাওয়ার পরে আপনাদের নিজস্ব এলাকার বিদ্যুৎ কমপ্লেন নাম্বারে ফোন করতে পারেন। কিন্তু অনেকেই এই বিষয়ে বিস্তারিত জানে না। আমাদের এই আর্টিকেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ জায়গার ইলেকট্রিক কমপ্লেন নাম্বার দেওয়া হল।
বিদ্যুৎ পর্ষদের জেলাভিত্তিক অভিযোগ জানানোর নম্বর:
- বেহালা 033-2480-8368
- গড়িয়া 033-2436-6383
- বারুইপুর 033-2433-8288
- ডায়মন্ডহারবার 3174257446
- বিধান নগর ১ 033-23374003
- বিধান নগর ২ 033-2576-7258
- ব্যারাকপুর 033-2592-0604
- নৈহাটি 033-2581-2256
- বারাসাত 033-2552-1788
- বসিরহাট 03217-269318
- হাবরা 03216-237014
- হাওড়া 033-2637-6469
- হাওড়া 033-2683-5814
- শ্রীরামপুর 033-2632-6168
- চন্দননগর 033-2683-5814
- তারকেশ্বর 3212277734
- আরামবাগ 03211-256186
- উলুবেড়িয়া 2661-0464
- সিঙ্গুর 2630-0829
- মোগরা 26844211
- বর্ধমান 0342-2662437
- মেমারি 3422719258
- দুর্গাপুর 0343-2546165
- আসানসোল 0341-2284811
- কাটোয়া 34454-255902
- কালনা 03454-255902
- সিউড়ি 3462258195
- রামপুরহাট 3461255344
- খড়গপুর 3222225257
- ঘাটাল 3225255382
- তমলুক 3228266165
- মেদিনীপুর 3222263850
- কন্টাই 3220255080
- মেমারি 0342-2260926
- হলদিয়া 3224275196
- বাঁকুড়া 3242250760
- বিষ্ণুপুর 3244254986
- পুরুলিয়া 3252222209
- কল্যাণী 033-2582-8156
- কৃষ্ণনগর 3472272039
- তেহাট্টা 3471250288
- বহরমপুর ওয়ান 3482224520
- বহরমপুর টু 34822252794
- মালদা 3512253437
- জলপাইগুড়ি 3561630694
- আলপির দুয়ার 3564255582
- কোচবিহার 3582222375
- শিলিগুড়ি টাউন 0533-2542863
- শিলিগুড়ি সুপার বন 3532581005
- কার্শিয়াং 0354-2344463
- দার্জিলিং 0354-2258138
আপনি এই নম্বর গুলির মাধ্যমে কল করে সরাসরি অভিযোগ জানাতে পারেন আপনার বাড়িতে বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যা হলে। আপনি whatsapp করতে পারেন তার জন্য আলাদা একটি নম্বর রয়েছে ( 8900793100 ) আপনার লোকেশন পাঠিয়ে দিয়ে আপনার বিস্তারিত সমস্যা জানাতে পারবেন।
আরও পরুন: আধার কার্ডে ফোন নাম্বার এড করুন বিনামূল্যে, অফার সীমিত সময়ের জন্য
আরও পরুন: DA নিয়ে আজ বিরাট ঘোষণা, সরকারি কর্মচারীদের সুখবর আসছে
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |