বর্তমানে ওজন মাপা নিয়ে এক নতুন নিয়ম প্রকাশ করেছে ক্রেতা সুরক্ষা দপ্তর। এর মাধ্যমে কোন দোকানদার তার জিনিসপত্র হাতে তোলা দাড়িপাল্লায় মাপতে পারবে না। কোন ক্রেতা দোকানদারকে হাতে তোলা দাঁড়িপাল্লা ও বাটকারার মাধ্যমে দোকানের জিনিসপত্র মাপতে দেখলে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানালে সেই দোকানের ট্রেড লাইসেন্স কে বাতিল করা হবে এবং দোকানকে বন্ধ করা হবে। বর্তমানে যারা দোকানদার এই আর্টিকেলটি দেখছেন তারা সবাই সাবধান হয়ে যান এবং ইলেকট্রিক ওজন মাপার মেশিন ব্যবহার করুন। কলকাতায় বর্তমানে এই নিয়ম পুরোপুরিভাবে কার্যকরী হয়ে গিয়েছে পৌরসভার মাধ্যমে। পৌরসভার আওতায় বাজারে পরিক্রমা করা হচ্ছে এই নতুন ইলেকট্রিক ওজন মাপার মেশিন কে বাধ্যতামূলক করার জন্য।
হাতে তোলা দাঁড়িপাল্লা ও বাটপারার মাধ্যমে ক্রেতাদের অনেক সময় ঠকিয়ে দেওয়া হয়। তাদের হাতের মধ্যে কার্য করা থাকে সাথে বাটখারার ওজন ঠিক থাকে না। বর্তমানে ক্রেতা সুরক্ষা দপ্তর জানাচ্ছেন অনলাইন থেকে কোন জিনিসপত্র কিনলে তাও বাড়িতে ইলেকট্রিক ওজন মেশিনের মাধ্যমে মেপে নিন।
আরও পরুনঃ আবহাওয়া ঠান্ডা হলেই নাক থেকে জল পড়া এবং সর্দি কাশি সমস্যা? ভাইরাল জ্বর আসছে
আরও পরুনঃ বৃষ্টি হলে বাড়িতে বিদ্যুৎ নেই? ফোন করুন এই নাম্বারে
দামদারের ক্ষেত্রে দোকানদারের বিক্রি জিনিসপত্রের ওপরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস অর্থাৎ এমআরপি না দেওয়া থাকলে ক্রেতা দোকানদারের কথামতো একই মূল্য দিতে বাধ্য নয়।
ইলেকট্রিক মেশিনের মাধ্যমে প্রতি গ্রামের সঠিক মাপ দেখায় ফলে দোকানদার ও ক্রেতা কেউ লস করে না। কলকাতা থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বাকি জায়গায় ইলেকট্রিক ওজন মেশিনের ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |