Fake loan: মানুষের আশেপাশে জালিয়াতি। আধার কার্ড ও প্যান কার্ড এর মাধ্যমে লোন তুলে নিচ্ছে আপনার নামে কিন্তু আপনি কিছুই জানতে পারলেন না। আধার কার্ড ও প্যান কার্ড ব্যাংকের সব থেকে গুরুত্বপূর্ণ একটি তথ্য। আপনি আপনার নথিপত্রকে কিভাবে সাবধানে রাখবেন তা আপনাকে জানতে হবে। তার জন্য কিছু ব্যবস্থা রয়েছে সেগুলো জেনে নেওয়া দরকার।
প্যান কার্ডের অপব্যবহার থেকে কিভাবে বাঁচবেন?
Fake loan থেকে বাঁচতে সব সময় প্যান্টের পকেটে, মানিব্যাগে প্যান কার্ড ও আধার কার্ড রাখবেন না। ভোটের কার্ড না হলে ড্রাইভিং লাইসেন্স এর মত অন্যান্য আইডি গুলি ব্যবহার করেন।
অনেক সময় কাজের কারণে ও নতুন কোন কাজে যুক্ত হওয়ার সময় আপনার কাছ থেকে আধার ও প্যান কার্ড চাইতে পারে সেই ব্যক্তি কোন ভাবেই দেবেন না। কোন বিখ্যাত কোম্পানি ছাড়া প্রথমেই আধার ও প্যান কার্ড দেবেন না।
নিয়মিত আপনার ক্রেডিট স্কোর চেক করুন। আপনি Paisa Bazaar app, one score এবং আরও অন্যান্য অ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন।
প্যান কার্ড ও আধার কার্ড এর ফটো তুলে রাখা বন্ধ করুন। অন্যের কাছে সেই ফোনটি পৌঁছালে সে এই তথ্যের অপব্যবহার করতে পারবে।
আরও পরুনঃ এই ৫ টি স্কিমের মধ্যে যেকোনো একটি স্কিম থাকলেই ভবিষ্যতে আপনিই রাজা
আরও পরুনঃ ড্রোনের মাধ্যমে ওষুধ ডেলিভারি ভারতবর্ষে এই প্রথম এই জেলায়
আপনার প্যান কার্ডের সাথে কোন জালিয়াতি হয়েছে কিনা, কিভাবে জানবেন?
আপনি প্রতি এক সপ্তাহ অন্তর আপনার সিবিল স্কোর চেক করুন। আপনার loan থেকে ক্রেডিট কার্ডের ব্যবহার সমস্তটাই সেখানে বিস্তারিতভাবে দেওয়া থাকবে। যদি দেখেন আপনার লোনের মধ্যে এমন কোনো লোন আছে যা আপনি আবেদন করেননি। তবে অবশ্যই কর্তপক্ষ কে জানান।
Fake loan: ফেক লোনের অভিযোগ কিভাবে করবেন?
আপনি টুইটার ব্যবহার করে থাকলে সেখানে টুইটারে কমপ্লেন করতে পারবেন। অভিযোগ করার অফিসিয়াল ওয়েবসাইট TIN NSDL এ যান।
হোমপেজে কাস্টমার কেয়ার বিভাগটি ওপেন করুন।
ড্রপ ডাউন মেনু থেকে কমপ্লেন করার অপশনটি খুজে অভিযোগ করুন।
Fake Loan জালিয়াতি থেকে বাঁচুন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |