বিনামূল্যে ওয়াইফাই ব্রডব্যান্ড পরিষেবা: বর্তমান সময়ে আমরা ইন্টারনেটের সাহায্য ছাড়া অচল। পড়াশোনা থেকে শুরু করে বিনোদন সব কিছুতেই প্রয়োজন ইন্টারনেট। আমরা যখন মোবাইল তখন ইন্টারনেট ব্যবহার করার জন্য মাত্র দেড় থেকে দুই জিবি ডেটা পাই। অবশ্য কিছু কিছু জায়গায় আমরা সিমের মাধ্যমে ইন্টারনেট স্পিড একদমই ভালো পাই না ফলে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়।
হাই কোয়ালিটি ভিডিও দেখলে কিছুসময়ের মধ্যেই আমাদের ইন্টারনেটের 50% শেষ হয়ে যায় ফলে আমাদের বিনোদন হোক বা কাজের ক্ষেত্রে কোন কিছুই সম্পন্ন হয় না। সিম এর পরিবর্তে আরো দ্রুতগতিসম্পন্ন আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার জন্য মানুষ বাড়িতে ব্যবহার করে ওয়াইফাই ব্রডব্যান্ড পরিষেবা।
বর্তমানে জিও কোম্পানি ব্রডব্যান্ড পরিষেবা বাড়িতে দিচ্ছে বিনামূল্যে। জিও ফাইবার (Jio Fiber) বাড়িতে ব্যবহার করলে ন্যূনতম রিচার্জ প্ল্যান এর মাধ্যমে আপনি অনেক কিছু পাবেন। তবে আপনি এই জিও ফাইবার ওয়াইফাই সার্ভিস বিনামূল্যে পেতে পারেন না লাগবে কোন সিকিউরিটি ডিপোজিট না কোন পয়সা আপনাকে দিতে হবে।
- ২০১৪ ২০১৭ সালে যারা টেট পরীক্ষায় ফেল করেছিল তারা এই বছর পরীক্ষায় বসতে পারবে, কিন্তু কেন?
- Customer Care No Froud: এসব কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করলে আপনার ব্যাংক একাউন্ট হ্যাক হতে পারে
বিনামূল্যে ওয়াইফাই ব্রডব্যান্ড পরিষেবা নিজের বাড়িতে কিভাবে পাবেন?
আপনি যদি বিনামূল্যে এই জিও ফাইবার (Jio Fiber) এর ওয়াইফাই ব্রডব্যান্ড সার্ভিস ব্যবহার করতে পারবেন। বিনামূল্যে ব্যবহার আপনার কোনো রকম দিতে হবে না এক্সট্রা হিডেন চার্জ। তবে একটি শর্ত রয়েছে। আপনাকে কমপক্ষে ছয় মাসের জন্য কোন পোস্ট পেড রিচার্জ প্ল্যান করতে হবে। ছয় মাসের রিচার্জ প্ল্যান ব্যবহার করলে আপনার বাড়িতে কোম্পানি থেকে লোক এসে বিনামূল্যে ওয়াইফাই ব্রডব্যান্ড পরিষেবা চালু করে দিয়ে যাবে।
বিনামূল্যে ওয়াইফাই ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করতে আপনাকে কত টাকা রিচার্জ করতে হতে পারে?
জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস এর রিচার্জ ন্যূনতম 499 টাকা+GST. এই রিচার্জ প্ল্যান এর সাথে আপনি পেয়ে যাবেন 30 mbps ডাউনলোড ও আপলোড স্পিড, সাথে থাকবে 500 এর বেশি লাইভ টিভি চ্যানেল। সাথে কিছু OTT app এর সাবস্ক্রিপশন। এই সবকিছুর ভ্যালিডিটি রয়েছে 30 দিনের জন্য।
দ্বিতীয় জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস এর রিচার্জ 599+GST. আগের রিচার্জ প্ল্যান এর মত এই রিচার্জ প্ল্যান রয়েছে 30mbps ডাউনলোড ও আপলোড স্পিড, সাথে রয়েছে পাঁচশো পাঁচশো 500 পঞ্চাশের বেশি লাইভ, সাথে রয়েছে 12 টি OTT App এর সাবস্ক্রিপশন। এই 12 অ্যাপের মধ্যে কিছু দামি অ্যাপ রয়েছে যেমন Hotstar, Sony LIV ইত্যাদি।
তিন নম্বর রিচার্জ প্ল্যান টি হল 899 টাকা+GST. এই রিচার্জের রয়েছে 100mbps ডাউনলোড ও আপলোড স্পিড। এই রিচার্জ প্লান এর সাথে রয়েছে 550 টি মতন লাইভ টিভি চ্যানেল। সাথে রয়েছে 12 টি OTT App এর সাবস্ক্রিপশন। এই 12 অ্যাপের মধ্যে কিছু দামি অ্যাপ রয়েছে যেমন Hotstar, Sony LIV ইত্যাদি।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |