ট্রেনের টিকিট বাতিল করার পুরো টাকা ফিরদ চান?

ট্রেনের টিকিট
ট্রেনের টিকিট বাতিল করে পুরো টাকা ফিরদ

ভারতের লাখ লাখ মানুষ প্রায় রোজই দূরপাল্লার ট্রেনে যাত্রা করছেন। দূরপাল্লার ট্রেন যাত্রার জন্য বেশিরভাগ মানুষই রিজার্ভেশন কাটেন। সময়ের আগে যদি আপনি ট্রেনে না চোরতে চান তাহলে আপনি টিকিট ক্যানসেল করেন, এবং বুকিং এর বেশির ভাগ টাকাটাই আপনি ফেরত পেয়ে যান। তবে রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে গেলে ক্যানসেল করলেও আর কোনো থাকা ফেরত পাওয়া যায় না, এটি জানি আমরা।

কিন্তু যত দিন যাচ্ছে রেলের নিয়ম বদলাচ্ছে, তাই এদের নতুন নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল থাকা মানুষের খুবই জরুরী। অনেক সময় এমনও দেখা গেছে যে তৈরি হওয়ার পর আপনাকে টিকিট ক্যানসেল করতে হয় আপনার কোন আপত্তকালীন কারণে জন্য। কিন্তু সেক্ষেত্রে কি আপনি পুরো টাকা ফেরত পেতে পারেন?

ট্রেনের টিকিট বাতিল করার পুরো টাকা ফিরদ কিভাবে পাবেন?

বর্তমান নিয়ম অনুযায়ী ভারতীয় রেল দাবী করছে, তৈরি হওয়ার পরেও ট্রেনের টিকিট বাতিল করলে আপনি দাবি করতে পারেন টিকিটের পুরো টাকা। আইআরসিটিসি (IRCTC) তাদের অফিসিয়ার টুইটার একাউন্ট থেকে টুইট করে জানিয়েছে, রেল ভবন না করলেই তারা তাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেয়। তার জন্য আপনাকে তাদের কাছে জমা করতে হবে tdr।

www.irctc.co.in এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি মাই অ্যাকাউন্ট অপশনে যান। এরপর ড্রপ ডাউন মেনুতে গিয়ে মাই ট্রানজাকশন অপশনে ক্লিক করুন। এখানে আপনি মাই tdr বলে একটি অপশন পাবেন, সেখানেই ক্লিক করে আপনি আপনার tdr ফাইল করতে পারেন।

এখানে আপনার ট্রেনের পিএনআর (PNR) নাম্বার এবং ট্রেন নাম্বার লিখুন , তার তলায় একটি ক্যাপচা আসবে নির্দিষ্ট বক্সে ঠিকমতো ভাবে সেই ক্যাপচাটিকে বসান, তারপর সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করুন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি সেখানে লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করে দিন।

এরপর আপনি দেখতে পাবেন, পিএনআর নাম্বার এবং ক্যান্সেল করলে আপনি কত মূল্য ফেরত পেতে পারেন। আপনি এসএমএস এর মাধ্যমে পাবেন। তবে অনলাইনে tdr ফাইল করার পর আপনাকে সমস্ত আসল নথিপত্র নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে:ঠিকানা- GGM IT, Indian Rail Cataring &Tourism Corporation Limited,, !st Floor, Internet ticketing center,, IRCTC Building, Straight Entry Road, New Delhi-110055.

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন