GAIL (গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড) প্রচুর পরিমাণে নিয়োগ শুরু হয়েছে। যেসব বেকার যুবক ঘরে বসে রয়েছেন এবং চাকরির সন্ধান করেও পাচ্ছেন না, তারা এবার দারুণ সুযোগ পাবেন। রাসায়নিক, ল্যাব্রোটারি, যান্ত্রিক ইত্যাদি ক্ষেত্রের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড- এ প্রচুর পরিমাণে ফ্রেশার দের নেয়া হচ্ছে । আপনারা দেরি না করে বিস্তারিত জানুন__
GAIL নিয়োগ কবে শুরু হচ্ছে?
16 ই আগস্ট 2022
GAIL এর কোন কোন ক্ষেত্রে চাকরি দেওয়া হবে?
- রাসায়নিক
- ল্যাব্রোটারি
- যান্ত্রিক
- টেলিকম/টেলিমেট্রি
- বৈদ্যুতিক
- অগ্নি নির্বাপক
- ইন্সট্রুমেন্টেশন
- দোকান এবং ক্রয়
- সিভিল
- অর্থ ও হিসাব
- সরকারী ভাষা
- মার্কেটিং
- মানব সম্পদ
GAIL এর কতগুলি সিট খালি রয়েছে?
~282 টি
GAIL এ কবে আবেদনের শেষ তারিখ?
~15 ই September 2022
GAIL (গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড) যারা চাকরি করতে চান 16 ই আগস্ট 2022 এ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সকাল ১১ টার পর আপনারা Click Here -ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিলাপ করবেন প্রয়োজনীয় নথিপত্র দ্বারা। 16ই আগস্ট 2022 চাকরিপ্রার্থীদের বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, কি কি ডকুমেন্ট লাগছে সমস্ত কিছু অফিশিয়াল নোটিশে জানিয়ে দেওয়া হবে।
রাসায়নিক,ল্যাবরেটরি,যান্ত্রিক,টেলিকম/টেলিমেট্রি,বৈদ্যুতিক,অগ্নিনির্বাপক,ইন্সট্রুমেন্টেশন,দোকান এবং ক্রয় ,সিভিল,অর্থ ও হিসাব,সরকারী ভাষা,মার্কেটিং,মানব সম্পদ এই সমস্ত পোস্টগুলিতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই GAIL যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমাদের ওয়েবসাইটে লিংক দেয়া থাকবে সেখান থেকে ফর্ম ফিলাপ করে নেবেন।
16 ই আগস্ট যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার প্রথমে জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে।
- অনুব্রত মন্ডলের জেলের আনন্দে বিজেপি কর্মীরা মিষ্টি বিতরণ করছে
- লাল সিং চাড্ডা মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে তার প্রথম দিনেই
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।