Gas Subsidy Scam: ভারতের প্রায় 50 থেকে 60 শতাংশ মানুষের পরিবারে প্রধান জ্বালানি হিসেবে গ্যাস সিলিন্ডার কে ব্যবহার করা হয়। ক্যাশ সিলিন্ডার সাধারণত আমাদের সরকার দেয় কিছু টাকার বিনিময়ে। আমরা কিছু টাকার বিনিময়ে দিলেও তার পরিবর্তে আমরা কিছু টাকা পাই তাকে আমরা Subsidy বলে জানি।
এই Subsidy কে লক্ষ্য করে বর্তমানের উন্নত যুগের চোরেরা নতুন ধরনের হাত পাততে উঠে পড়ে লেগেছে। দিনের পর দিন যত দুনিয়া উন্নত হচ্ছে ততই চোরেরা উন্নত হচ্ছে। আমাদের ঘরে সাধারণত ব্যবহৃত হয় 14.2L এর গ্যাস সিলিন্ডার। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১১০০ টাকা, রাজ্যভিত্তিক আলাদা হতে পারে।
প্রধানমন্ত্রী আমাদের বিনামূল্যে গ্যাস দেওয়ার জন্য নতুন এক ধরনের প্রকল্প চালু করেছিল যার নাম Pradhan Mantri Ujjwala Yojana। এখানে শুধুমাত্র মহিলারা গ্যাস পাবেন বিনামূল্যে। আলাদা করে সরকারি ওভেন কিনতে গেলে আপনাকে দিতে হতে পারে 200 থেকে 300 টাকার মধ্যে। আমরা যখন প্রতিমাসে একটি করে গ্যাস বুক করি তখন আমরা গ্যাসের সাবসিডি হিসাবে 400 থেকে 500 টাকার মধ্যে পাই, রাজ্যভিত্তিক হিসাবে। ব্যবসায়িক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সেটির সাবসিডি এর মূল্য চলে যায় 600 এর ওপর। চোরেরা ফাঁতে এই সাবসিডি মাধ্যমে, আপনাকে ফোন করে বেশি টাকা ভর্তুকি বা সাবসিডির লালসা দেখাবে।
আরও পরুনঃ
- এই পদ্ধতিতে ট্রেনের টিকিট কাটলে 100% কনফার্ম
- Digital Rupee: ডিজিটাল রুপি কি? ডিজিটাল রুপি কিভাবে কিনবেন? | Digital Rupee Pilot Scheme
Gas Subsidy Scam: গ্যাসের সাবসিডি নিয়ে চোরেরা নতুন কি ফাঁদ পেতেছে? আসুন দেখে নিন
- প্রথমত আপনাকে ফোন করবে এবং বেশিরভাগ সময় কোন মহিলা বলবে আমরা আপনাকে দিল্লি থেকে বা কলকাতা এর Pradhan Mantri Ujjwala Yojana মেইন ব্রাঞ্চ থেকে ফোন করেছি।
- দ্বিতীয়ত আপনাকে বলবে আপনি আমাদের অতিরিক্ত ভর্তুকি অর্থাৎ Subsidy এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন।
- তৃতীয়ত আপনাকে বলা হবে আট হাজার টাকা ও তার বেশি ভর্তুকি পাবেন আপনি।
- আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এরা এবং ব্যাংকের টাকা ট্রান্সফার করানোর জন্য আপনার কাছ থেকে ওটিপি ( OTP ) চাইবে।
- আপনি যদি একবার ওটিপি দিয়ে দেন তবে আপনার ব্যাংকে যা টাকা রয়েছে তা খালি করতে তাদের এক মিনিটও সময় লাগবে না।
ধারণা করা যাচ্ছে এই Gas Subsidy Scam এর পেছনে হাত রয়েছে ব্যাংকের লোকেদের, না হয় Pradhan Mantri Ujjwala Yojana এই প্রকল্পে গ্যাস যারা প্রদান করছে। যাদেরকে ফোন করা হচ্ছে তাদের ব্যাংকের ডকুমেন্ট ও ফোন নাম্বার অন্য কারোর হাতে থাকায় এই ধারণা করা হচ্ছে।
এই Gas Subsidy Scam জালিয়াতি থেকে আপনাদের সাবধান হতে হবে এবং অন্যদেরকে সাবধান করতে হবে। ভারত সরকারের পক্ষে প্রতি আলাদা আলাদা জনকে স্পেশাল সিকিউরিটি প্রদান করা কখনোই সম্ভব নয়। বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে উন্নত হতে হবে এবং এইসব জালিয়াতি থেকে নিজেকে দূরে রাখতে হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |