পৃথিবীর বিভিন্ন দেশের কাছে এক চ্যালেঞ্জিং ব্যাপার হল পরমাণু শক্তি। কোন দেশের কাছে কত পরমাণু বোমা রয়েছে তার প্রতিযোগিতা চলছে বহুদিন ধরে। অনেক আগেই আমাদের ভারত বর্ষ পরমাণু বোম া বানাতে সক্ষম হয়েছে যার প্রথম পরীক্ষা করা হয়েছিল রাজস্থানের পোখরানে। জার্মানি হিটলারের নামে এক লড়াকু দেশ, তবে পৃথিবীকে শান্ত রাখার জন্য ও দেশের মধ্যে হিংসাত্মক ব্যাপার কে কমানোর জন্য বড় পদক্ষেপ নিল। এই দেশে সমস্ত পরমাণু কেন্দ্রকে নিষ্ক্রিয় করে দেয়া হলো। গত রবিবার তিনটি পরমাণুর চুল্লিকে নিষ্ক্রিয় করা হয়েছে।
এই সিদ্ধান্তে জার্মানির সরকারের সাথে বহু মানুষ সমর্থন জানিয়েছে। এর মাধ্যমে যুদ্ধের প্রভাব কমবে। গত ২০০২ সালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু জ্বালানির অভাবে জার্মানি থেকে শুরু করে সম্পূর্ণ ইউরোপ সমস্যায় ভুগছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে। জার্মানির পরিবেশ মন্ত্রীর মতে পরমাণু শক্তিকে নিয়ন্ত্রণে রাখা খুবই ঝুঁকিপূর্ণ।
আরও পরুনঃ নতুন রেশন কার্ড পাননি? এই ফর্ম জমা দিলেই বাড়িতে আসবে নতুন রেশন কার্ড
আরও পরুনঃ আরও ৪% ডিএ বাড়লো সরকারি কর্মচারীদের
পরমাণু শক্তিকে নিষ্ক্রিয় করার পরে দেশের জ্বালানি মজুদ হচ্ছে রুশ জ্বালানি সরবরাহ ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতিকে সামলানো যাচ্ছে। সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করার পরে জার্মানির রাস্তায় সাধারণ মানুষের মিছিল করে উদযাপন করা হয় এই দিনটি।
বর্তমানে পরমাণু শক্তির মত কোন বিকল্প খোঁজার চেষ্টা করছে না জার্মানির সরকার। ২০৩০ সালের মধ্যে প্রয়োজনীয় জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজতে সক্ষম হবে। পুনঃ ব্যবহারযোগ্য শক্তি নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে ৫৫১ টি উইন্ড টারবাইন বসানো হয়েছে জার্মানিতে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |