মোবাইল ফোন বর্তমানে এখন সবার পকেটে, আগেকার দিনের মতো এখন সবার কাছে ছোট ফোন নেই অনেকের কাছে অনেকেই দামি ফোন রয়েছে যার বাজার মূল্য এক থেকে দেড় লাখ টাকা ছাড়িয়ে। এই সময় মোবাইল ব্যবহারকারীদের মনে একটু খটকা থাকে এর জায়গায় এবং ট্রেনে বাসে চলাফেরার সময় মোবাইল ফোন যদি হারিয়ে যায় তবে অনেক টাকার ক্ষতি। এই কারণে অনেকে মোবাইল ব্যবহার করতে ভির জাগায় ভয় পায়।
তবে সেন্ট্রাল গভমেন্ট থেকে নতুন পদ্ধতি এসেছে যার মাধ্যমে আপনার iphone হোক বা অ্যান্ড্রয়েড যে কোন ফোন হারিয়ে গেলেই আপনি সহজেই খুঁজে পাবেন। শুধু খুঁজে পাওয়া থেকে নয় আপনার ফোনে যে ডাটা রয়েছে সেগুলোকে ডিলিট করা এবং কোথায় ফোন ব্যবহার করা হচ্ছে, সমস্ত তথ্য পাবেন মাত্রা এক ক্লিকে।
নতুন পদ্ধতিতে কিভাবে হারিয়ে যাওয়া ফোনকে খুঁজে পাবেন?
বর্তমান যুগকে সাথে থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর মাধ্যমে জানা গিয়েছে নতুন এক পোর্টালের বিষয় যার নাম সঞ্চার সাথি। এই পোর্টাল সার্ভিস শুরু হবে আগামী ১৭ মে থেকে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার চুরি হওয়া ফোনের থাকা তথ্য ডিলেট করা থেকে শুরু করে ফোন কে ব্লক করা, খুঁজে পাওয়ার মতো কঠিন কাজও সম্ভব হবে।
Sanchar Saathi Official Link: Click Here
আরও পরুনঃ ১৫ দিনে নার্স ও ৩ বছর ডিপ্লোমা তে ডাক্তার, সাধারণ জনতা এবার কি সত্যিই বিপদের মুখে?
এই পদ্ধতি কাজ করবে অনেকটি অ্যাপেলের ফাইন্ড মাই ফোন ফিচার এর মত। আপনারা সবাই জানেন অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট কতটা ভালো কোয়ালিটির হয় সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে এই পোর্টাল কাজ করবে।
আরও পরুনঃ Jio cinema subscription plan: জিও সিনেমা অ্যাপের সাবস্ক্রিপশন কত টাকা? কি থাকলো অতিরিক্ত বেনিফিট?
বর্তমানে কারো ফোন চুরি হয়ে গেলে বেশিরভাগ সময় তারা তাদের ফোনকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দেয় তবে এই পদ্ধতির মাধ্যমে প্রায় প্রত্যেকেই ফোন পাবে। এরপর থেকে ভিড় জায়গায় ফোন ব্যবহার করতে আপনার সমস্যা হবে না।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel 🤩🤩 | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
WhatsApp ✔✔🤳🤳 | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |