3 ই ডিসেম্বর মানে আজ থেকে শুরু হয়ে গেল মায়াপুর ইসকন মন্দিরে গীতা জয়ন্তী উদযাপন। আগামী 5 ই ডিসেম্বর গীতা পাঠের একটি সমবেত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে 5 হাজার জনের কন্ঠে গীতা পাঠ করা হবে।
সূত্রের খবর থেকে আমরা আগেই জেনেছি গুজরাট সরকার গুজরাটের পাঠ্যসূচিতে গীতাকে রাখার নির্দেশ দিয়েছেন। গুজরাটের পাঠ্যসূচিতে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত গীতা কে রাখা হবে। এবারে মায়াপুর ইসকন মন্দিরের উদ্যোগে এই ধর্মগ্রন্থকে জাতীয় গ্রন্থে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি তোলা হবে। পাঁচ হাজার মানুষের সমবেত কন্ঠে এই দাবি তোলা হবে 5ই ডিসেম্বর ।
গীতাকে শুধু ধর্মগ্রন্থ হিসেবেই মানা হয় না আসলে গীতাকে মানা হয় দর্শন হিসেবে। গঙ্গা জলে স্নান করলে যে পূর্ণ মানুষ লাভ করে বলে মানা হয় তার চেয়ে ঢের গুণ অধিক পূর্ণ অর্জন করা যাবে গীতা পাঠ করলে। গীতা পাঠ কে গঙ্গা জলের থেকেও বেশি প্রবিত্র মানা হয়। গীতা পাঠের অনুষ্ঠানের দিন উপস্থিত থাকবেন বিভিন্ন মঠ মন্দিরের মহারাজগণ , ভক্তবৃন্দ ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। গীতাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে আরো সুন্দর এবং সুসংস্কৃতির গড়ে তোলার দাবি জানিয়েছেন ইসকন কর্তৃপক্ষ।
আরও পরুনঃ
- Digital Rupee: ডিজিটাল রুপি কি? ডিজিটাল রুপি কিভাবে কিনবেন? | Digital Rupee Pilot Scheme
- শীতকালে বিয়ে বাড়ি যেতে লজ্জা? শীতের সব্জিতে ফ্যাট কমান আর হয়ে যান পাতলা
গীতা পড়লে যেমন পুণ্য অর্জন করা যায় তেমনি গীতা দান করলেও অধিক পূর্ণ অর্জন হয়। গীতা দানের ফলাফল
- ভগবানকে সহজেই সন্তুষ্ট করতে পারবেন।
- সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন।
- ভগবানের অতীব প্রিয় হতে পারেন।
- ভগবানের কৃপায় সমস্ত অভষ্ট লাভ করতে পারেন।
- ভগবব্ধাম বাসের সুযোগ পাবেন।
- জীবনকে কৃতার্থ করতে পারবেন।
গীতা পাঠের অনুষ্ঠান শুরু হচ্ছে 5ই ডিসেম্বর সকাল 10 টা থেকে 2 টো পর্যন্ত। সমস্ত ভক্তবৃন্দ এবং অতিথিদের জন্য সবশেষে প্রসাদের ব্যবস্থা অবশ্যই থাকছে। এছাড়াও ইসকন মন্দিরের পক্ষ থেকে পর্যাপ্ত শৌচালয়, অ্যাম্বুলেন্স মেডিকেল চেকআপের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মনে রাখবেন এই অনুষ্ঠানে গীতা দান করার ব্যবস্থা করা হচ্ছে। গীতা জয়ন্তী উদযাপনের মাধ্যমে পশ্চিমবাংলা সিলেবাসের যাতে গীতাকে রাখা চাই, সেজন্যই এই দাবি তোলা হবে সকল ভক্তবৃন্দের মাধ্যমে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |