Govt Diwali Bonus: কেন্দ্রীয় সরকারের বোনাস কারা পাবে এবং কত টাকা?

Govt Diwali Bonus
Govt Diwali Bonus

Govt Diwali Bonus: DA এরপরে বড় খবর বোনাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। DA কেন্দ্রীয়  সরকার কর্মচারীদের জন্য 4 শতাংশ বাড়িয়ে বর্তমানে 38 শতাংশ হয়েছে।  তারপরে এই দীপাবলি বোনাসের কথায় কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা খুবই খুশি হবে। সাধারণত দীপাবলীর বোনাস PLB  নামে পরিচিত, এই বোনাস কেন্দ্রীয় সরকারের রেলওয়ে কর্মচারীরা পায়।  ডি এ এর মাধ্যমে প্রায় 45 লক্ষ কর্মচারী ও পেনশিয়ান কারীদের খুবই উপকার হবে।  

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে সর্বোচ্চ 18000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। দীপাবলীর বোনাস এর দরুন 11.27  লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।   কেন্দ্রীয় সরকারি  কর্মচারীদের মধ্যে সাধারণত রেলওয়ে ডিপার্টমেন্টের কর্মচারীরা পাবেন।  তার মধ্যে রয়েছে ড্রাইভার, স্টেশন মাস্টার , টিটি, স্টেশন গার্ড, সুপারভাইজার টেকনিশিয়া্‌ ইলেকট্রিশিয়ান ইত্যাদি। 

রেলমন্ত্রী জানিয়েছেন রেলওয়ে  কর্মচারীরা পণ্য পরিবহনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই খুশিতে সরকার একসাথে 78 দিনের বোনাস প্রদান করবে। 

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel যুক্ত হতেএখানে ক্লিক করুন
Google News যুক্ত হতেএখানে ক্লিক করুন