গ্রুপ D গ্রুপ C নিয়োগ শুরু হয়েছে, ৮ শ্রেণী পাশে চাকরি

Group C & Group D Recruitment
Gruop D & Group C recruitment

গ্রুপ D গ্রুপ C নিয়োগ: অনেক চাকরিপ্রার্থী আমাদের রাজ্যে রয়েছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষার করে রয়েছেন বিভিন্ন চাকরির জন্য। SSC দুর্নীতি কান্ডের পর রাজ্যে একটি আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এবারে রাজ্যে প্রচুর পরিমাণে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। যোগ্য ব্যক্তিরা যাদের সঠিক সুযোগ পায় সে বিষয়ে সুনিশ্চিত করতে রাজ্য বিভিন্ন পোস্টে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে রাজ্যে গ্রুপ ডি এবং ক্লার্কের ফরম ফিলাপ শুরু হয়েছে। কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিলাপ কি করবেন এবং কি কি লাগছে সমস্ত কিছু জানতে প্রতিবেদনটি পড়ুন।

গ্রুপ D গ্রুপ C নিয়োগ ফর্ম ফিলাপ করার আগে এই তথ্যগুলো জেনে নিন__

পোষ্টের নাম: গ্রুপ ডি (পিয়ন)

শিক্ষাগত যোগ্যতা: 8 পাশ, চাকরিপ্রার্থীকে বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়স : 18-40

বেতন: 17000/- থেকে 43600/- 

পোষ্টের নাম: গ্রুপ সি( ক্লার্ক)

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস (MP)

বয়স: 18 -40

বেতন: 22,700 /- থেকে 58,500/-

আবেদন প্রক্রিয়া:

আবেদন পদ্ধতিটি সমস্থটাই অফলাইনে হবে নিচে দেওয়া থাকবে ফ্রম এর লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে নেবেন

ভালোভাবে ফর্মটি ফিলাপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে, একটি খামে ভর্তি হবে। অফলাইনে ফর্মটি জমা দিতে হবে।

ফর্মটি যারা ডাউনলোড করতে চান, লিংকে ক্লিক করুন 

লিংক: Click here

ঠিকানা:

Secretary, Ramakrishna Mission Industrial Training Centre (Govt. Sponsored), Narendrapur, P.O- Narendrapur, Kolkata-700103, WB.

শেষ তারিখঃ 11ই সেপ্টেম্বর, 2022

আশা করা যায় এবারে যেসব যোগ্য চাকরিপ্রার্থী রয়েছে তারা প্রত্যেকে ই তাদের প্রাপ্য জায়গা পাবে। এসএসসি দুর্নীতির পর রাজ্যের এমন একটি সুখবর সকলের জন্যই ভালো।

অফিসিয়াল নোটিফিকেশানঃ Click here

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Leave a Comment