নতুন বছরে ফিক্স ডিপোজিটে কোন ব্যাংক সব থেকে বেশি পরিমাণ সুদ দেয়? জেনে ইনভেস্ট করুন

Highest interest on FD bank
Highest interest on FD bank

ফিক্স ডিপোজিট: আগের বছর মে মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরপর পাঁচবার REPO RATE কে বৃদ্ধি করেছে যার ফলে মানুষের EMI দেওয়ার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। আগে মানুষ এতটাই টাকাকে সহজলভ্য করে তুলছিল মানুষ লোন এরপর লোন নিয়ে নিজের ইচ্ছামত জিনিস কিনছিল। ধীরে ধীরে টাকার মূল্য কমতে শুরু করছিল বিশ্ব বাজারের কাছে। বর্তমানে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শেষবারের মতো REPORATE কে বাড়ায় মোট গত বছর থেকে Repo Rate পরিমাণ হয়ে দাঁড়ায় ২৫০ বেসিস পয়েন্ট। REPORATE বর্তমানে ৬.৫% বেড়ে আছে। 

যারা ব্যাংক থেকে লোন তুলেছে তাদের জন্য এটি চিন্তার কারণ হলেও। যারা ব্যাংকে ফিক্স ডিপোজিট করে রেখেছে টাকা তাদের জন্য এটি সুখবর। গত বছরের থেকে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদের পরিমাণ অনেকটাই বেড়েছে কিছু কিছু গ্রামীণ ব্যাংকে প্রবীণ নাগরিকদের জন্য ফিক্স ডিপোজিটের সুদের পরিমাণ ৯% পর্যন্ত ছুঁয়েছে।

২০২৩ সালের অর্থ মাসের শেষের দিকে চলছে। এই সময় নতুন করে ব্যাংকে ফিক্স ডিপোজিট করতে চাইলে কোন ব্যাংকে করবেন? মার্কেটে রয়েছে অনেক অপশন ICICI, HDFC, Punjab Bank, SBI etc.

ফিক্স ডিপোজিটে কোন ব্যাংক সব থেকে বেশি পরিমাণ সুদ দেয়?

ভারতবর্ষের প্রায় সব ব্যাংকেই একই রকম সুদ দেয় তবে প্রবীণ নাগরিকদের জন্য কিছু কিছু ব্যাংক বেশি ও কম থাকে।

HDFC Bank FD rate

এই ব্যাংকের প্রধান সুবিধা এ ব্যাংকে আপনি ফিক্স ডিপোজিট করলে সাত দিন থেকে দশ বছরের মেয়াদ পর্যন্ত টাকা রাখতে পারবেন। সুদ উপরনিচ হবে ৩% থেকে ৭.১০% প্রতি বছর হিসেবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত ০.৫০% সুদ পাবেন। নতুন সুদের হার ২০২৩ সালের ২১ শে ফেব্রুয়ারি থেকে কার্যকর শুরু হয়েছে।

ICICI Bank FD rate

প্রায় একই রকম সুদের হার রয়েছে বাৎসরিক ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত। প্রবীর নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের সুবিধা রয়েছে। সাত দিন থেকে দশ বছর সময়কালীন পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই ব্যাংকে। গত ২৪ শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নতুন বছরের ফিক্স ডিপোজিট রেট।

আরও পরুনঃ এই প্রকল্পে ব্যাংকে টাকা না থাকলেও দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন! কিন্তু কিভাবে?

Axis Bank FD rate

এই ব্যাংকে সুদের পরিমাণ একটু বেশি। বাৎসরিক ৩ থেকে ৭.২০ শতাংশ পর্যন্ত সুদের হার রয়েছে এই ব্যাংকের ফিক্স ডিপোজিটে। এই ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কার্যকরী হচ্ছে ২১ এপ্রিল থেকে।

SBI Bank FD rate

আরও পরুনঃ সামনের মাসে ব্যাংক বন্ধ থাকছে ১১ দিন! কবে কবে দেখে নিন

ভারতবর্ষের সবথেকে বেশি পরিমাণ ফিক্স ডিপোজিট হয় এই ব্যাঙ্কে। অন্য ব্যাংকের মতো এই ব্যাংকে বাৎসরিক ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত শুধু দেয়। নাগরিকদের ক্ষেত্রে এটি হয়ে যায় ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ। গত ১৫ ফেব্রুয়ারি থেকে নতুন বছরের সুদের পরিমাণ কার্যকরী হওয়া শুরু হয়েছে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন