হিন্ডেনবার্গ এর রিসার্চ রিপোর্ট সম্পর্কে আপনারা হয়তো প্রায় সকলেই জানেন। এই নামের সাথে বর্তমানে একজনের নাম ও দ্রুত ভাবে জড়িয়ে রয়েছে তিনি হলেন গৌতম আদানী, আদনি গ্রুপের মালিক। হিন্ডেনবার্গ এর রিপোর্ট এর ফলে গৌতম পাদানি ভারতীয় তথা বিশ্বে বড়লোক এর লিস্টের খাতায় দ্বিতীয় স্থান থেকে ৩০ তম স্থানে ছিটকে যায়। হিন্ডেনবার্গ রিপোর্টের ফলে আদানি গ্রুপের সমস্ত শেয়ারের দাম ৫০ শতাংশ হারে কমে যায়।
হিন্ডেনবার্গ এর আগে অনেক কোম্পানিকে ধসের মুখে ফেলেছে। কোম্পানি গুলির নাম হলো নিকলা, স্কোরেস, জিনিয়াস ব্র্যান্ড, ব্লুম এনার্জি, টুইটার আই এন সি, এইচএফ ফুড ইত্যাদি। ২০২০ থেকে মোট ১৬ টি কোম্পানির বিরুদ্ধে এই রিপোর্ট এনে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ এবং ভারতবর্ষের শেয়ার মার্কেটে ঝড় তুলে দিয়েছে এই কোম্পানি। হিন্ডেনবার্গ হল একটি শর্ট সেলিং কোম্পানি। শেয়ার বাজারে শর্ট সেলিং হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অনেক বেশি পরিমাণ মুনাফা আয় করা যায়। তবে যেখানে হাই ইনকাম পসিবিলিটি রয়েছে সেখানে ততটাই রিস্ক থাকে। এই কোম্পানির বিপক্ষে হিন্দেনবার্গের মতামত ভুল প্রমাণিত হলে হিন্ডেনবার্গ প্রচুর পরিমাণ অর্থ ক্ষয় করতে হবে।
আরও পরুন: ট্রেনের টিকিটের ভাড়া কমানো হলো
আরও পরুন: আধার প্যান কার্ড যুক্ত না করলে এই 13 টি সরকারের সুবিধা থেকে বঞ্চিত হবেন
আজ রাত ১.৩৩ মিনিটে হিন্ডেনবার্গ রিসার্চ টীম টুইটারের মাধ্যমে জানিয়েছে তারা একটি নতুন রিপোর্ট বার করতে চলেছে এবং লিখেছে ”another big one” অর্থাৎ ভারতীয় কোন বড় কোম্পানিকে টার্গেট করা হচ্ছে আবার।
New report soon—another big one.
— Hindenburg Research (@HindenburgRes) March 22, 2023
হিন্ডেনবার্গ এর নতুন রিপোর্টের জন্য ভারতের অনেক ছোট বড় কোম্পানি চিন্তার মধ্যে রয়েছে। এই কোম্পানি ভারতবর্ষের শেয়ারবাজারের ঝড় তুলতে পারে আবারও। ভবিষ্যতে কোন রিপোর্ট এর খোঁজ পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। শেয়ারবাজারে কোন একটি স্টক এর উপর বেশি টাকা বিনিয়োগ করবেন না। হিন্ডেনবার্গ এর কবলে কোন কোম্পানি পড়লে সে কোম্পানির শেয়ার বাজার অনেকটাই নিচে নামতে পারে বলে আশা করা যাচ্ছে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |