ফোন দ্রুত চার্জ করবেন কিভাবে? যাদের ফোনে 10 ওয়াট বা তার থেকেও কম হোয়াট ইজ এর চার্জার রয়েছে তারা কোন না কোন সময়ে গুগোল, ইউটিউব এ সার্চ করেছে।

আজ আমার এই আর্টিকেলের মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের ফোনের চার্জ স্পিড বাড়াতে পারবেন।
অনেকে তাদের ফোন ভুল পদ্ধতিতে চার্জ করে ফলে তাদের ফোনের চার্জিং স্পিড কম থাকে এবং ধীরে ধীরে ব্যাটারি ড্যামেজ হয় ও ফোন হিট এর প্রবলেম দেখা যায়, সেই বিষয়গুলো আগে জানতে হবে তারপরে বুঝতে পারবেন ফোন কিভাবে দ্রুত গতিতে চার্জ করা সম্ভব।
Misconceptions about Mobile Charging:
- আপনারা অনেকেই ফোন করো না অবস্থায় চার্জে দেন ফলে ফোন আরো বেশি হিট হওয়া শুরু করে এবং চার্জ ধীরে ধীরে হয়
- অনেকে ফোনের ওপর অনেক প্রেসার রেখে দেয় অর্থাৎ অনেকেই ফোন বালিশের তলায় রেখে চার্জে বসিয়ে দেয় ফলে ফোন অনেক সময় ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ বর্তমানে ফোনের মধ্যে যে ব্যাটারি টেকনোলজি ব্যবহার করা হয় সেটি হল Li-poly এই ধরনের ব্যাটারি বাইরে থেকে কোন প্রেশার নিতে পারে না ফলে তার ভিতর প্রতিক্রিয়া শুরু হয়
- অনেকে অনেকক্ষণ সময় ধরে ফোনে গেম খেলার ফলাফল অতিরিক্ত পরিমাণ হিট হয়, তারা তাদের ফোন ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় চার্জে বসাতে পারে এটি পুরোটাই ভুল ধারণা এতে ব্যাটারির ড্যামেজ হওয়ার খুব বেশি পরিমাণ সম্ভাবনা থাকে
- অনেকভাবে তাদের ফোন সুইচ অফ করে দিলে তাদের ফোন দ্রুত চার্জ হবে কিন্তু বর্তমান প্রজন্মের ফোন গুলিতে তাদের টেকনোলজি খুব উন্নত মানের , আগেকার দিনে এই যুক্তিগুলো সত্য ছিল কিন্তু বর্তমানে এটি ঠিক না কারণ ফোন অন থাকাকালীন তাদের মধ্যে ব্যাটারির চার্জ হওয়ার মত সিস্টেম একটিভ হয়
- অনেকে তাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে থাকা যে অ্যাপ গুলো রয়েছে সেগুলো সব ক্লিয়ার করে দেয় এবং তারা ভাবে তাদের ফোন দ্রুত চার্জ হবে কিন্তু এটি একটি ভুল তথ্য কারণ ফোনে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ গুলি থাকে তাতে ব্যাটারি খরচ হয় খুবই কম যেটি বোঝা সম্ভব না কিন্তু সেই অ্যাপগুলি কেটে আবার পুনরায় ওপেন করার সময় অনেক বেশি পরিমাণ ব্যাটারি খরচ হয়
- অনেকে চেষ্টা করেছেন প্লে স্টোর থেকে ও গুগল থেকে বিভিন্ন ফাস্ট চার্জিং এবং ব্যাটারি সেভিং অ্যাপ ডাউনলোড করতে, কিন্তু আসলে এগুলি কোন কাজে লাগে না উল্টে এগুলি আরো বেশি পরিমাণে ব্যাটারি নষ্ট করতে সক্ষম কারণ এগুলি ব্যাকগ্রাউন্ডে থেকে ব্যাটারির বয়স বাড়তে থাকে এবং হিট আপ করতে থাকে
আপনারা হয়তো আপনাদের ভুল হলেই জানতে পেরেছেন উপরের অংশটি পড়ে এরপরে আপনারা জানবেন কীভাবে এই ভুলগুলো সংশোধন করে ফোন চার্জ করতে পারবেন
Read More
What should be done for fast charging?
- আপনারা চেষ্টা করবেন সব সময় ফোনকে একটি নরমাল রুম টেম্পারেচার রাখার তাহাতে ব্যাটারির ওপর কোনো স্ট্রেস তৈরি হয় না এবং দীর্ঘদিন চলতে থাকে এবং চার্জ দ্রুত হয়
- অনেকে অনেক মোটা মোটা ভারী কাভার ব্যবহার করেন যখন ফোন চার্জ দেবেন তখন চেষ্টা করবেন সেই কাভার খুলে চার্জে দিতে কারণ তাদের ফোনের টেম্পারেচার বাড়ার সম্ভাবনা কম থাকে এবং ভিতরের হিট বাইরে বেরোতে সুবিধা হয়
- যখন ফোন চার্জে দেবেন তখন চেষ্টা করবেন ফোনে কোনো এক্সট্রা কাজ না করার কারণ তাতে ফোনের হিট বাড়তে থাকে এবং চার্জিং স্পিড কমে যায়
- যখন চার্জে দেবেন মনে রাখবেন ফোনের সমস্ত সেন্সর বন্ধ করে চার্জে দেবেন ফলে চার্জিং স্পিড বেশি পাবেন এটি করা একমাত্র সম্ভব এরোপ্লেন মোড এর মাধ্যমে.
Also Read
ফাস্ট চার্জিং ফোনের ব্যাটারির পক্ষে কি খারাপ? | Fast charging bad for mobile battery?
মানুষ এখন দিনের পর দিন অ্যাডভান্স হচ্ছে ফলে তাদের সাথে তাল মিলাতে টেকনোলজি অনেক দ্রুত গতিতে আগাচ্ছে মানুষের ফোনে এখন 100 150 এবং 200 ওয়াট পর্যন্ত চার্জার দেখা যাচ্ছে তার ফলে মানুষ তাদের ধৈর্য শক্তি কে কমিয়ে ফেলেছে কিন্তু ব্যাটারি নিয়ে মানুষদের ভিতরে আরও অনেক সংশয় রয়েছে, এটি নিয়ে অন্য একটি আর্টিকেল এর মাধ্যমে আলোচনা করব,
বিভিন্ন ধরনের নতুন খবর এবং টেকনিকাল খেলাধুলা জ্ঞান মূলক তথ্য জানতে হলে আমাদের নোটিফিকেশন বেলটি Allow করতে ভুলবেন না এবং আমাদের সাথে জুড়ে থাকবেন।