ওষুধ আসল নাকি নকল চিনবেন কি করে?

How to identify fake medicines
How to identify fake medicines

ওষুধ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস যার হওয়া থেকে শুরু করে বিভিন্ন রোগ ব্যাধিতে আমাদের ওষুধ প্রয়োজন। ওষুধের গুরুত্ব আমাদের জীবনে কতটা আপনাদের তা বলে বোঝানোর প্রয়োজন নেই। কিন্তু এই ওষুধ খেয়ে যখন নকল হিসেবে তৈরি করা হয় এবং আসল ওষুধের মতনই নকল ওষুধ দোকান থেকে বিক্রি করা হয় তখন আপনার রোগ ঠিক হওয়া ছেড়ে উল্টো আপনার ক্ষতি করবে। আপনি বুঝতে পারবেন না আপনি নকল ওষুধ কিনে খাচ্ছেন কিন্তু এই নকল ওষুধ কে চিনবেন কি করে এর জন্য কিছু টিপস রয়েছে। 

নকল ওষুধ চেনার পদ্ধতি:

নকল ওষুধের প্যাকেটে যে নাম লেখা রয়েছে এবং আসল ওষুধের ক্ষেত্রে নামের একটু হলেও পরিবর্তন থাকবে তবে আপনি এটা কি করে জানবেন এবং আপনার মনে এই প্রশ্ন কখন উঠবে আপনি কোন ওষুধ কেনার সময় সেই ওষুধ সম্পর্কিত তথ্য ফোনের মাধ্যমে জানতে পারবেন। তখন সেই কোম্পানির অফিসিয়াল নাম এবং আপনার কাছে যদি নকল ওষুধ থেকে থাকে তার নামের বানানের পরিবর্তন হবে।

ওষুধ তৈরি করছে যে কোম্পানি আপনাকে নকল ওষুধ দেওয়ার সময় তার তৈরি করার কোম্পানি অবশ্যই আলাদা নামের হবে।

আরও পরুনঃ গরমে ফোন চার্জ দিলেই আগুন হয়ে যাচ্ছে? কি করবেন দেখুন

আরও পরুনঃ ঘাম হচ্ছে না এই গরমে? হিট স্ট্রোকের সম্ভাবনা

আসল ওষুধে যেসব উপাদান ব্যবহার করা হয় নকল ওষুধের ক্ষেত্রে সেই উপাদানের থেকে কিছুটা হলেও পরিবর্তন হবে।

নকল ওষুধের ক্ষেত্রে তার আকার সামান্য হলেও পরিবর্তন থাকবে সাথে রং। 

বর্তমানে সরকারি স্বীকৃতি হিসেবে প্রতিটি ওষুধের গায়ে কিউআর কোড থাকা বাধ্যতামূল ক আপনি এই কিউ আর কোড কে স্ক্যান করলে সে ওষুধের বিষয়ে এবং সেই কোম্পানির বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

কখনোই দোকান থেকে দেওয়া ওষুধে সিল প্যাক না থাকলে কিনবেন না কারণ আসল ওষুধ কোম্পানিগুলি সিল প্যাক এর উপরে খুবই গুরুত্ব দেয়।

আপনার কাছে যদি কোন রকম সন্দেহ থেকে থাকে আপনি অবশ্যই আপনার ডাক্তারের কাছে সেই ওষুধগুলি দেখাতে পারেন এবং বিস্তারিত জানতে পারবেন।

আমাদের সাজেশন হিসেবে আপনারা কখনোই অজানা-অজানা ওষুধের দোকান থেকে ওষুধ কিনবেন না। অনেক পুরনো প্রতিষ্ঠান থেকেই ওষুধ কিনুন। মনে রাখবেন নকল ওষুধ আপনার পেটে গিয়ে আপনার রোগ সারানোর বিপরীতে আপনাকে আরো ক্ষতি করবে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন