5G নিয়ে ভারতে অনকে দিন থেকেই শোরগোল চলছে। কোন টেলিকম কোম্পানি সর্বপ্রথম 5G লঞ্চ করবে তার এক ঠান্ডা যুদ্ধ লেগে রয়েছে বাজারে। তার মধ্যে প্রথম স্থান অধিকার করে রেখেছে Jio, দ্বিতীয়ত আছে Airtel। JIO প্রথমে ভারতের 4 টে মেট্রো সিটি তে লঞ্চ করলো 5G। বর্তমানে আরো কিছু কিছু জায়গায় করেছে ও তার সাথে কাজ চলছে। আজ আমরা আপনাদের জানাবো, আপনারা কিভাবে আলাদা কোনো রিচার্জ ছাড়াই পুরোপুরি 5G চালাবেন কিভাবে?
5G বাজারে আসার থেকে শুরু করে অনেকে চেষ্টা করেছে স্পীড টেস্ট করার কিন্তু 2 বার স্পিড টেস্ট করলেই 1 দিনের ইন্টারনেট প্যাকেজ শেষ। কিন্তু 5G এর নামে কোনো আলাদা রিচার্জ প্ল্যান দেখা যায়নি। তবে মানুষ কি 5G ব্যাবহার করতে পারবে না?
আরও পরুনঃ
- BSNL সব থেকে কম দামে প্রদান করছে WIFI ও Call, সুযোগ মাত্র এই মাস
- মাধ্যমিক পাশ করলেই ঘরে বসে 1500 টাকা, যুবশ্রী প্রকল্প
5G ব্যবহার করা সম্ভব যদি আপনার ফোনে কমপক্ষে 239 টাকা অর্থাৎ প্রতিমাসে 1.5 GB/ Day আনলিমিটেড কল রিচার্জ থাকে। এর উপরে যে রিচার্জ করেছে সেগুলিও থাকলে আপনি ব্যবহার করতে পারবেন 5G. আপনি যদি মেট্রো সিটির এরিয়াতে বসবাস করে থাকেন, আপনার ফোন 5G সাপোর্ট করে, এবং আপনার ফোনে এই রিচার্জ এর মধ্যে কোনটি বর্তমানে থাকে, তবে আপনি অনায়াসে দ্রুতগতিসম্পন্ন 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সবথেকে ভালো ব্যাপার হলো 5G তে আপনি unlimited internet ব্যাবহার করতে পারবেন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |