এলাকার পুলিশ প্রশাসনের মাধ্যমে জানা যাচ্ছে আজকে অর্থাৎ সোমবার ভোর তিনটের সময় একটি বাস দীঘার দিকে যাত্রা করছিল সেটি উল্টে যায় ও প্রায় 40 জন আহত হয়।
রিপোর্টের মাধ্যমে জানা যায় হাওড়ায় বাগনানে তখন বাসটি ছিল যখন এটি উল্টে যায়। প্রায় পাঁচজন গুরুতর আহত হয়েছে যাদের অবস্থা আশঙ্কা জনক। দিঘার দিকে যাওয়া এই বাসটি ন্যাশনাল হাইওয়ে ১৬ এর উপর রওনা হচ্ছিল।
- Weather Update: ওড়িশা ও পশ্চিমবঙ্গে নিম্নচাপ ও ঝড়ের বিপর্যয় সম্ভাবনা
- হাওড়ায় শিশুর মৃত দেহ পাওয়া গেলো জলের ট্যাংকে
নিকটবর্তী উলুবেরিয়া হাসপাতালে সমস্ত আহতদের ভর্তি করানো হয়। প্রায় ৭০ জনের কাছাকাছি ছিল এই বাসটিতে। কিছুদিন আগেই একটি দুর্ঘটনার কথা শোনা গেছিল উত্তর বাংলায়। এখনকার সময় সবার হাতে এতটাই সময় কম যে তারা তাদের দায়িত্বটা ভুলে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করে। দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত সঠিক হবে জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে ভোর তিনটের সময় দুর্ঘটনারী ঘটেছে তখন বাস চালকের ঘুমের আচ্ছন্ন থাকতে পারে। ঘুমের কারণে আগে অনেক এরকম দুর্ঘটনার স্বীকার হয়েছে পশ্চিমবঙ্গবাসী। সাবধানে থাকুন, দেখে শুনে চলুন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।