বর্তমানে ভারতবর্ষের অন্যতম ট্রেনের মধ্যে বন্দে ভারতের নাম উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত চালু হয়েছে অনেকদিন আগেই তবে দ্বিতীয় বন্দে ভারত চালু হয়েছে আজ। যেটি পশ্চিমবঙ্গের হাওড়া থেকে পুরী পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত হলেও উড়িষ্যার রাজ্যের জন্য এটি প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্ধ ভারতের টিকিট পাওয়া এবং ভাড়া বিষয়ে মানুষের মধ্যে কৌতূহলের সীমা নেই।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটের দূরত্ব প্রায় ৫৭০ কিলোমিটার তবে হাওড়া থেকে পুরী পর্যন্ত দূরত্ব ৪৯৯ কিলোমিটার। দূরত্বের হিসাবে রটিয়ে যাওয়া খবরে জানা গিয়েছিল হাওড়া থেকে পুরী পশ্চিমবঙ্গের এই নতুন দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস এর ভাড়া ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকার মধ্যে হবে এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ২৫০০ থেকে ২৬০০ টাকার মধ্যে।
আরও পরুনঃ SBI গ্রাহকদের ফোন এই মেসেজ আসলেই বিপদ!! কি মেসেজ দেখুন
হাওড়া পুরী বন্দে ভারত ১৮ই মে অর্থাৎ আজ সকাল ৬:১০ মিনিটে রওনা দিয়েছিল। ঠিক ৬ ঘন্টা ২৫ মিনিটের মধ্যে এই ট্রেন পৌঁছে যাবে পুরী, তখন সময় হবে ১২:৩৫ মিনিট। ট্রেন দিনের দিন রওনা হবে দুপুর ১.৫০ মিনিটে। যা, ৬ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে হাওড়াতে পৌঁছে যাবে রাত ৮.৩০ মিনিটে। অন্যান্য প্রিমিয়াম ট্রেনের থেকে এই ট্রেন এক ঘন্টা আগে পৌঁছে যাবে।
আরও পরুনঃ কলকাতা মেট্রোতে কাজের সুযোগ বেতন ৫৩,০০০ থেকে শুরু
তবে রিপোর্ট অনুযায় জানা গিয়েছে এই ট্রেনের ভাড়া রটিয়ে যাওয়া খবরের থেকে অনেকটাই কমে গেছে বর্তমান চেয়ারপার এর ভাড়া ১২৬৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারোর দ্বারা ২৪২০ কোটি টাকা। যত ধরা ধরা হয়েছিল তার থেকে অনেকটাই কম অবশ্য এই ভাড়া সাধারণ মানুষের কাছে একটু বেশি মনে হবে। তবে নিউ জলপাইগুড়ি এবং হাওড়ার ট্রেনের ভাড়া এর থেকে অনেকটাই বেশি।
আপনি এর থেকেও কম টাকা দিয়ে চড়তে পারবেন বন্দে ভারতে, তার জন্য আপনাকে খাবারের অপশনটি ক্যানসেল করে দিতে হবে। এসেছি আর কারে আপনি খাবার ক্যানসেল করে দিলে ১০৫ টাকা অতিরিক্ত সেভ করতে পারবেন। একইরকম এক্সিকিউটিভ চেয়ার কারে ১৪০ টাকা কম হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel 🤩🤩 | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
WhatsApp ✔✔🤳🤳 | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |