হাওড়া পুরী বন্দে ভারত নিয়ে গোপন তথ্য ফাঁস! চর্চায় রেলের তরফ থেকে জানা গেল নতুন খবর

Howrah Puri Vande Bharat start date
Howrah Puri Vande Bharat start date

বন্দে ভারত এক্সপ্রেস ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ট্রেনের মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে শুরু করা হলো এই বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের বিশেষত্ব কোন আলাদা ইঞ্জিন ছাড়াই লোকাল ট্রেনের মত এটি আধুনিক এক্সপ্রেস ট্রেন। ধারা একটু বেশি হলেও প্রিমিয়ামনেস এর অভাব নেই এই ট্রেনে। বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে একটি বন্দে ভারত যার পথ হাওড়া থেকে নতুন জলপাইগুড়ি পর্যন্ত। তবে আগামী 15 মে তারিখে নতুন আরেকটি বন্দে ভারত পাওয়ার আশায় ছিল পশ্চিমবঙ্গ। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এই আশাতে বাসা বেধেছে। ১৫ তারিখে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু নাও হতে পারে বলে জানা গিয়েছে। এর পেছনে প্রধান কারণ কি? ভারতীয় রেলের তরফ থেকে গোপন তথ্য ফাঁস! ট্রেনের তরফ থেকে জানা গেল নতুন খবর!

ভারতীয় রেলের আধিকারিক এর মাধ্যমে জানা গিয়েছে যে লেটার বাইরে ছড়িয়েছে তা রেলের ভেতরকার চিঠি, এই চিঠির মাধ্যমে হোটেলের আলাদা আলাদা বিভাগের আধিকারিকদের এবং কর্মচারীদের পাঠানো হয় তৈরি থাকার জন্য। এই চিঠি বাইরে পাবলিক হতেই সাধারণ মানুষ ভাবছে ১৫ তারিখে নতুন বন্দে ভারতের উদ্বোধনী যাত্রা শুরু হবে হাওড়া থেকে পুরী পর্যন্ত। তবে কবে এই নতুন বন্ধু ভারত চালু হতে চলেছে জানেন?

হাওড়া থেকে পুরী পর্যন্ত ট্রেনের সময় অন্যান্য প্রিমিয়াম ট্রেনের থেকে এই বন্দে ভারতে ১ ঘন্টা কম সময় লাগবে বলে ধরা হয়েছে। ভাড়ার পরিমাণ একটু বেশি থাকবে কারণ এতে আরো অত্যাধুনিক খাবারের সাথে ব্যবস্থা থাকবে। রয়েছে সিটকে সম্পূর্ণভাবে ঘোরানোর সুবিধা। 

আরও পরুনঃ তেল গ্যাসের দাম কমতে চলেছে পশ্চিমবঙ্গে! নতুন গ্যাস ও তেলের খনির সন্ধান

এখনো পর্যন্ত বন্দে ভারতের হাওড়া থেকে পুরী পর্যন্ত ট্রেনটির সময়সীমা অফিশিয়াল ভাবে জানা যায়নি। তবে আন্দাজ করা যাচ্ছে সময় হতে চলেছে, হাওড়া থেকে সকাল ৬:১০ মিনিটে পুরোপুরি ৭ ঘন্টার মধ্যে এই ট্রেন পৌঁছে দেবে পুরী স্টেশনে।

এখনো পর্যন্ত জানা যায়নি এই ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে তবে আন্দাজ করা যাচ্ছে হাওড়া থেকে শুরু হয় খড়্গপুরে দাঁড়াবে তারপরে উড়িষ্যায় ঢুকে ভদ্রলোক কটক ও ভুবনেশ্বর সবশেষে পুরীতে।

আরও পরুনঃ ফাঁসির আগে আসামীর কানে কি বলা হয় জানেন?

রেল আধিকারিকদের মতামতে ১৫ তারিখের নতুন বন্দে ভারতের উদ্বোধনী হওয়া রটানো খবর হলেও, আগামী ১৮ তারিখে নতুন হাওড়া পুরী বন্দে ভারতের উদ্বোধন হতে পারে বলে আশা করা যাচ্ছে। তৃতীয় বন্দে ভারতের কর্সেড হয়েছে সাঁতরাগাছি স্টেশনে। জানা গিয়েছে তৃতীয় বন্ধ ভারত চালু হতে পারে উত্তরবঙ্গে, নতুন জলপাইগুড়ি থেকে আসামের গোয়াহাটি তে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন