কালকেই চালু হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত! সময়সীমা ও কত ভাড়া লাগছে জানেন?

Vande Bharat Express ticket price reveal
Vande Bharat Express ticket price reveal

বন্দে ভারত ভারতবর্ষের বর্তমানে অন্যতম চর্চায়িত একটি ট্রেন। ট্রেন ভারতবর্ষের গর্বের বিষয়, ভারতবর্ষের বহু মানুষ এই ট্রেনের মাধ্যমে প্রতিনিয়ত যাতায়াত করে তাদের জীবিকা নির্বাহ করেন। এছাড়াও অনেকে সরকারি চাকরির মাধ্যমে এই ট্রেন পরিষেবা কে নিয়ন্ত্রণ করতে কর্মরত রয়েছেন। বন্দে ভারত পশ্চিমবঙ্গে এর আগে ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি, যেটি হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে প্রতিনিয়ত চলছে। ওই ট্রেনটি বলতে গেলে বন্দে ভারত হাউসফুল কারণ ওই ট্রেনে সব সময় সিট ভর্তি। প্রায় একটি সিটও খালি যাচ্ছে না এই ট্রেনে। এই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে আরও একটি বন্দে ভারতের আগমন হয়েছে যেটি হাওড়া থেকে পুরী পর্যন্ত চলবে।

নতুন বন্দে ভারতের সম্বন্ধে অনেকেই শুনেছেন তবে নতুন বন্দে ভারতের ট্রেনের ভাড়া ও সময়সীমা বিষয়ে অনেকেই জানেন না। আসুন জেনে নেওয়া যাক

নতুন বন্দে ভারতের সময়সীমা:

পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্ধে ভারত এক্সপ্রেস চলবে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে উড়িষ্যার পুরী পর্যন্ত। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মতোই সকাল ৬:১০ মিনিট থেকে যা পুরী পৌঁছে দেবে আপনাকে ১২:৩৫ মিনিটে। দুপুর ১:৫০ মিনিটে পুরী থেকে রওনা দিয়ে হাওড়া পৌঁছাবে রাত ৮: ৩০ মিনিটে।

সাধারণ যাত্রীরা এই ট্রেনে চড়তে পারবেন ২০ মে থেকে। অনেকেই এখনো ট্রেনের টিকিট বুক করার চেষ্টা করছে তবে আগামী দিন থেকে এই ট্রেনের বুকিং স্লট চালু হয়ে যাবে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, আপনার বেতন কতটা বৃদ্ধি পেলে দেখে নিন

বন্দে ভারত এক্সপ্রেস কোথায় কোথায় দাঁড়াবে?

বন্দে ভারত হাওড়া থেকে ছাড়ার পরে মোট ৮ টি স্টেশনে দাঁড়াবে। হাওড়া থেকে ছেড়ে খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জয়পুর, কটক ভুবনেশ্বর এবং খরদা রোড স্টেশন।

আরও পড়ুন: কলকাতা মেট্রোতে কাজের সুযোগ বেতন ৫৩,০০০ থেকে শুরু

হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এর ভাড়া কত?

অফিশিয়ালি ভাবে কোন ভাড়া সংক্রান্ত আপডেট পাওয়া যায়নি এবং বুকিং ওয়েবসাইট আইআরসিটিসিতেও কোন ভাড়া সংক্রান্ত তথ্য নেই তবে আগামী ২০ তারিখের আগেই এই ভাড়া সবার সামনে আসবে।
হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত যে দূরত্ব প্রায় একই রকম দূরত্ব হাওড়া থেকে পুরী পর্যন্ত যার ফলে একই রকম ভাড়া হওয়ার কথা রয়েছে। নতুন হাওড়া পুরী বন্দদে পাড়াতে চেয়ারপারের ভাড়া হতে পারে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে এছাড়াও এক্সিকিউটিভ চেয়ার কার এর ভাড়া থাকছে ২৮০০ থেকে ২৯০০ টাকার মধ্যে।

আশা করা যাচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি এর মতন একই রকম এই ট্রেনটিও হাউসফুল থাকবে সবসময়।

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এই ট্রেনের নম্বর হতে চলেছে ২২৮৯৫ এবং উল্টো দিকে হবে ২২৮৯৬।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন