IAF AgniVeer Vayu 2023: ভারতীয় বায়ু সেনাতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এই নিয়োগ শুধুমাত্র অগ্নিবীদের জন্যই।
IAF AgniVeer Vayu 2023: বায়ু সেনাতে আবেদন কিভাবে করবেন ও বিস্তারিত নিচে দেওয়া হল:
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিকের পরে উচ্চমাধ্যমিকে আপনাকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে। ম্যাথমেটিক, ফিজিক্স, ইংলিশ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ( মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটো মোবাইল, কম্পিউটার সাইন্স।
শারীরিক যোগ্যতা: ছেলেদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন ১৫২.৫ সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৫২ সেন্টিমিটার। অন্যান্য রেজিমেন্ট এর হলে এবং উত্তরাখন এর বাসিন্দা হলে উচ্চতা ১৪৭ সেন্টিমিটার লাক্ষাদ্বীপ এর বাসিন্দা হলে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত ছাড় রয়েছে।
ওজন তার উচ্চতা অনুযায়ী গণ্য করা হবে অতিরিক্ত ওজন ও কম ওজনের কোন আবেদনকারীকে যুক্ত করা হবে না।
চোখ ৬ বাই ১২ দৃষ্টিকোণ থাকতে হবে।
আরও পরুনঃ Airtel সিম থাকলে বিনামূল্যে 5G ইন্টারনেট এর নতুন অফার
আরও পরুনঃ আবহাওয়া ঠান্ডা হলেই নাক থেকে জল পড়া এবং সর্দি কাশি সমস্যা? ভাইরাল জ্বর আসছে
বেতন: প্রথম বছরে বেতন থাকছে ২১০০০ টাকা এবং চতুর্থ বছরে মোট বেতন থাকছে ২৮০০০ টাকা।
মোট বেতন থেকে যে টাকা কাটা হয়েছে তা চার বছর পরে মোট গিয়ে দাঁড়াবে ৫ লাখ টাকা প্রায়।
চার বছর পর কাজ থেকে বেরোনোর সময় দেওয়া হবে প্রায় ১০ লক্ষ টাকা পর্যন্ত।
জীবনের ঝুঁকি এবং কোন ভাবে মৃত্যু হলে তা লাইফ কভারেজ হিসেবে সরকার ৪৮ লাখ টাকা পর্যন্ত দেবে।
IAF AgniVeer Vayu 2023 Official Notification: Click here
IAF AgniVeer Vayu 2023 Apply here: Click here
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |