IBPS Clerk Admit Card 2022 download | IBPS এডমিট ডাউনলোড

IBPS admit download
Credit: Indian Express

IBPS ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন ক্লার্কের এডমিট কার্ড 2022 প্রকাশিত হয়েছে। যে সকল ছাত্র-ছাত্রীরা IBPS ফর্ম ফিলাপ করেছে অবশ্যই অ্যাডমিট কার্ড টি ডাউনলোড করে নেবেন। পরীক্ষা প্রার্থীরা সরাসরি  IBPS Clerk Prelims call letter গিয়ে ডাউনলোড করতে পারেন। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন এর ছাত্র-ছাত্রী হয়ে থাকেন এবং এডমিট কার্ডটি ডাউনলোড করতে চান আমাদের এই প্রতিবেদনে নিচে এডমিট ডাউনলোড করার সমস্ত নিয়মাবলী দেওয়া রইল।

IBPS Clark Admit Download

IBPS Clerk পরীক্ষার এডমিট কার্ডটি ডাউনলোড করার ক্ষেত্রে অফিশিয়াল লিংক থেকে সরাসরি করা যাবে।

IBPS এর পরীক্ষার তারিখ 28 আগস্ট,3 -4 ই4 সেপ্টেম্বর,2022

IBPS পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 3 দিনে।

পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা পার থেকে এডমিট কার্ডের অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে পরীক্ষা দিতে দেওয়া হবে না।

IBPS Admit ডাউনলোড করবেন কিভাবে?

1) পরীক্ষা প্রার্থীকে সবার প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন ওয়েবসাইটে যেতে হবে।

2) তারপর হোম পেজে  Online Preliminary Exam Call Letter for CRP-Clerks XII গিয়ে ডাউনলোড অপশন এ ক্লিক করতে হবে।

3) এখানে আপনাকে লগইনের জন্য পাসওয়ার্ড আইডি দিতে হবে।

4) এরপর এডমিট কার্ড ডাউনলোড করে একটি কপি প্রিন্ট করে নিন।

এডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য অফিশিয়াল লিংকটি নিচে দেওয়া রইল।যে সমস্ত পরীক্ষার্থী এডমিট কার্ড টি ডাউনলোড করতে চান সরাসরি নিচে দেওয়া লিঙ্ক থেকে এডমিট কার্ডটির সহজেই ডাউনলোড করতে পারবেন এবং উপরের ধাপ গুলি ফলো করুন ।

অফিসিয়াল লিঙ্ক: Click here

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Leave a Comment