ট্রেনের টিকিট বুক করেন? নিজের জন্য নিজের পরিবারের সদস্য এবং অন্যান্য এর জন্য আপনি কখনো টিকিট বুক করে দিয়েছেন? যদি আপনি পার্সোনাল IRCTC BOOKING I’D থেকে অন্য যাত্রীর জন্য টিকিট কেটে দেন তবে ১০,০০০ টাকা জরিমানা ও ৩ বছর পর্যন্ত জেল হতে পারে।
বর্তমানে ভারতীয় আইন হিসেবে নিজের পার্সোনাল IRCTC BOOKING I’D এর মাধ্যমে রিচার্জ করা পুরো বেআইনি। বেআইনি হওয়ার পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। IRCTC এর দু রকম আইডি রয়েছে একটা পার্সোনাল ও আরেকটি বিজনেস। বিজনেস আইডিতে বছরে কিছু টাকা জমা করতে হয় ও ট্যাক্স দিতে হয়। পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত আইডির মাধ্যমে আপনাকে কোনরকম ট্যাক্স দিতে হয় না।
পাড়ার কিছু সাইবার ক্যাফ এই সুযোগের দুর্ব্যবহার করছে, নিজের পার্সোনাল আইডির মাধ্যমে অন্যান্য লোকদের ট্রেনের টিকিট কেটে দিয়ে অনেক বেশি পরিমাণ টাকা নিচ্ছে। যারা ট্রেনের টিকিট সাধারণত নিজেরা কাটে না তারা এই ব্যাপারে ঠিকভাবে জানে না। এর ফলে আইআরসিটিসি, IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) কোম্পানির বিরাট ক্ষতি হচ্ছে।
আরুও পরুনঃ
- ডেলিভারি বয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে, বাজারে আসছে নতুন স্ক্যাম
- বাড়ি তে কুকুর পুষছেন? নতুন নিয়মে জেল পর্যন্ত হতে পারে
আপনাকে যদি কোন পার্সোনাল আইডির মাধ্যমে টিকিট কেটে দেওয়া হয় তবে খেয়াল করবেন কম্পানির টিকিট কনফার্ম মেসেজ টি আপনার ফোনে কম্পানির তরফ থেকে আসবে না।
আপনি নিজের জন্য নিজের পরিবারের জন্য টিকিট কাটতে পারেন। সাথে অন্যান্য সদস্য প্রতিবেশীর সাথে আপনি টিকিট কাটতে পারেন। যদি সেই যাত্রীদের মধ্যে আপনার নাম থেকে থাকে তবে সেটি সম্ভব।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |