ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগ ইন্ডিয়ান ব্যাংকে, সময় মাত্র ৯ দিন

Indian Bank Recruitment 2023
Indian Bank Recruitment 2023

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ কার্য করছেন বর্তমানে ইন্ডিয়ান ব্যাঙ্ক। যেসব ইচ্ছুক চাকরি প্রার্থী রয়েছেন যাদের আগে থেকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ব্যাংকে কাজ করতে চান বর্তমানে তাদের জন্য এটি ভালো সুযোগ। পশ্চিমবঙ্গ, তথা ভারতবর্ষের যে কোন প্রান্ত থেকে আপনি আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিছু শর্তাবলী রয়েছে সেগুলি বিস্তারিত নিচে দেওয়া হল। তিনটে পদে নিয়োগ কার্য হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার ক্যাশ এন্ড চেক রিসিভার

শিক্ষাগত যোগ্যতা কিছু প্রার্থীকে অবশ্যই BE/ B.Tech/ CA/ M.Sc / MCA অথবা এমসিএ এমএসসি এবং আইটি পাস আউট হতে হবে। এর সাথে আগে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে l 

মোট শূন্য পদ: ২ টি

পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার ইউপিআই, ম্যান্ডেট ম্যানেজমেন্ট।

মোট পদ সংখ্যা: ১ টি।

শিক্ষাগত যোগ্যতা: আগের মত একই রকম আপনাকে সেই কোর্স ই পাস আউটের সাথে সার্টিফিকেট থাকতে হবে।

পদের নাম: টিম লিড ট্রানজেকশন ব্যাংকিং সেলস।

মোট শুন্য পদ: ৭ টি

শিক্ষাগত যোগ্যতা: কিছু প্রার্থীকে অবশ্যই M.Tech ও MBA পাস আউট হতে হবে। আগে থেকে কাজের অভিজ্ঞতা থাকা গুরুত্বপূর্ণ।

বয়স সীমা: উপরের তিনটি পদের জন্য আপনাকে বয়স থাকতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতন: তিনটি দপ্তরের জন্যই বেতন আলোচনা সাপেক্ষ তবে টিম লিডিং ট্রানজেকশন ব্যাংকিং সেলস এই পদের জন্য তুলনামূলক বাকি দুটি থেকে বেশি বেতন হবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থী সম্পন্ন অফ লাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনাকে অফিসিয়াল একটা অ্যাপ্লিকেশন ফর্ম এর লিংক নিচে দেওয়া হবে সেখান থেকে সেটিকে ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যটি পূরণ করে আপনার সমস্ত সার্টিফিকেট এর জেরক্স ফটো সমেত। খামে বন্ধ করে পাঠাতে হবে।

আরও পরুনঃ NDA Recruitment 2023: উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ, সময় সীমিত

খামের উপরে অবশ্যই লেখা থাকতে হবে – Application for the post of ”Name of the post” cash management vertical.

আবেদন মূল্য: সাধারণ তথা তপশিলি জাতি সবাইকে ১০০০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

চিঠি পাঠানোর ঠিকানা: Chief General Manager Indian Bank Corporate Office HRM Department Recruitment Section 254-260,Avvai Shanmugam Salai, Royapettah, Chennai. Pin: 600014, Tamil Nadu. 

আরও পরুনঃ ৫ লক্ষের লোন পাওয়া যাবে দুয়ারে সরকারে কিন্তু কিভাবে?

নিয়োগ পদ্ধতি: সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান: ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনৌ, মুম্বাই, এইসব জায়গায় ইন্ডিয়ান ব্যাঙ্কের ব্রাঞ্চে কর্ম নিয়োগ হবে।

আবেদনের শেষ তারিখ: ২৯ মে ২০২৩

অফিসিয়াল নোটিফিকেশন:

অফিশিয়াল ওয়েবসাইট:

অফিশিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম:

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন