বর্তমানে আমেরিকান কোম্পানি থেকে ভারতীয় এবং বিদেশি ব্যাংক সবাই অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। বিশ্বের খুব বড় বড় বেঙ্গলিও পতনের মুখ দেখেছে। ক্রেডিট সুইস ব্যাংক রয়েছে এই লিস্টে সাথে মার্কিন সিলিকন ভ্যালি ব্যাংক সব থেকে উপরে নাম লিখিয়েছে দেউলিয়াতে। চিন্তার বিষয় ভাল তো সাধারণ একটি দেশ এর জন্য এটি বড় সমস্যার কারণ হতে পারে।
দেশের যে আইটি কোম্পানি থেকে রয়েছে তার নতুন ধীরে চলো নীতি গ্রহণ করতে চলেছে। ২০২৩ সালের অর্থবছরের শুরুটা ভালো যায়নি। লাভের মুখ দেখতে পারেনি তারা। সেই কারণে কর্মী ছাটাই এবং ভবিষ্যতে অল্প কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে এই কোম্পানি গুলি। অ্যামাজন গুগল ফেসবুক ের সব থেকে বড় কিন কোম্পানিগুলি হঠাৎ করে অনেক কর্মী ছাঁটাই করেছে তার মধ্যে অনেক ভারতীয় রয়েছে। বর্তমানে আইটি সংস্থাগুলি মূল লাইটিং নিয়ে ভাবনা চালাচ্ছে। এই কোম্পানির মধ্যে রয়েছে প্রধানত TCS HCL Infosys. এই কোম্পানিগুলোর আগের বছরের তুলনায় বর্তমানে নিয়োগের আর কমে ছে প্রায় ৬৫ থেকে ৭০%। ২০২১ ২২ এর সময় নিয়োগ হয়েছিল প্রায় ২ লাখ, বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে মাত্র ৬৮,৯০০। ভারতবর্ষের অর্থনৈতিক হিসেবে এই তিন কোম্পানিগুলি অনেকটাই গুরুত্বপূর্ণ। কর্মী নিয়োগ ের সংকোচনের কারণে কলেজ থেকে পাস করা পড়ুয়ার া চিন্তায় রয়েছে।
আরও পরুনঃ এই প্রকল্পে ব্যাংকে টাকা না থাকলেও দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন! কিন্তু কিভাবে?
আরও পরুনঃ আধার কার্ডের এই কাজটি না হলে ১৪ জুনের পর থেকে বাতিল হতে চলেছে
তবে ক্যাম্পাসিং এর মাধ্যমে TCS অনেক নতুন ফ্রেশার্স কে যুক্ত করা হয়েছে এই কোম্পানিতে। ভবিষ্যতে ইনফোসিস কোম্পানি ক্যাম্পাসিং এর মাধ্যমে কোন প্রেশারস কে কাজে নিয়োগ করার পরিকল্পনা আছে কিনা তা অবশ্য জানা যাচ্ছে না। ইনফোসিস কোম্পানিতে ত্রয়ী মাসিকে অ্যাডেশান রেড ছিল কুড়ি পয়েন্ট ৯ শতাংশ অর্থবছরের শেষে তা দাঁড়িয়েছে প্রায় ১৬ শতাংশ।
আপনি যদি এই কোম্পানি গুলিতে কর্মরত অবস্থায় থাকেন তবে অবশ্যই সাবধান হন। পাশে কোন কাজের চেষ্টা করুন না হলে কাজ থেকে বাদ দিলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |