কলকাতায় ঘুরতে আসার আগে এই অ্যাপটি ফোনে ইন্সটল করতে ভুলবেন না

My Kolkata App Download before visiting kolkata
My Kolkata App Download before visiting kolkata

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গ থেকে শুধু না ভারতের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসু মানুষেরা করতে আসে এই কলকাতায়। কলকাতায় এমন বহু জায়গা আছে যেখানে ভ্রমণ প্রিয় মানুষদের অভাব নেই সকাল দুপুর রাত সবসময় ভিড় লেগে রয়েছে। কলকাতার আশেপাশে যেমন বিধান নগর নিউ টাউন এই এলাকাতেও মানুষের ভিড়ের অভাব নেই। তবে কলকাতার বাইরে থেকে যারা আসেন, তারা অনেকেই জানেন না কলকাতার কোন জায়গা কবে খোলা রয়েছে বা তাতে এন্ট্রি করার জন্য কত টাকা লাগছে বা তার সঠিক ঠিকানা কোথায়? এই সমস্যার সমাধান করতে কলকাতা মেয়র একটা নতুন অ্যাপ্লিকেশনের তৈরীর আদেশ দিয়েছে কলকাতার টেকনোলজি বিভাগকে। এই অ্যাপ্লিকেশনের নাম হবে My Kolkata App. রাজ্য ছাড়া ভিন্ন রাজ্যের মানুষ এই রাজ্যে ঘুরতে আসতে পারবে সেই কারণে ভাষা খেয়াল রাখা হয়েছে ফলে থাকছে দুই ধরনের ভাষা ইংলিশ ও বাংলা।

My Kolkata App তৈরি করার পিছনে প্রধান কারণ মানুষের কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে আসার সময় সমস্যার সম্মুখীন হওয়া থেকে বিরোতি। আপনি এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন আপনার ফোনে এছাড়াও iphone ব্যবহারকারীদের জন্য অ্যাপ স্টোরি উপলব্ধ থাকবে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কলকাতায় ঘুরতে আসার আগে জানতে পারবেন কবে কোন জায়গা খোলা থাকছে তার সম্পূর্ণ ঠিকানা ও গাইডেন্স।

আরও পরুনঃ ইনস্টাগ্রামে কত ফলোয়ার থাকলে টাকা আয় করা যায়?

আরও পরুনঃ দীঘা পুরী গেলে বর্তমানে আপনার হতে পারে চামড়ায় এই ধরনের সমস্যা

এই অ্যাপ্লিকেশনের সাহায্য পাবেন অনেকেই। অনেক মানুষের বিভিন্ন সমস্যা থেকে সমাধান। তবে এখনো এই অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হয়নি কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে সম্ভবত সেটি জানা গিয়েছে। লঞ্চ হওয়ার পরে এই অ্যাপ্লিকেশনের বিষয়ে কলকাতা এয়ারপোর্ট এ ছাড়া হাওড়া ও শিয়ালদহ স্টেশনে এই অ্যাপ্লিকেশনের বড় ব্যানার টানানো হবে। যাতে ভিন্ন স্থান থেকে আসা মানুষজন সেই ব্যানার দেখে তাদের ফোনে অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নেয়।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channel 🤩🤩এখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
WhatsApp ✔✔🤳🤳এখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন