বর্তমান সময় IT ও ইলেকট্রনিক্স মার্কেট খারাপের দিকে যাচ্ছে, ইউরোপিয়ান অর্থাৎ ইউক্রেনের মধ্যে চলছে দ্বন্দ্ব ও এদিকে চলছে চিনে ভারী লকডাউন COVID-19 এর কারণে। ভারতের লকডাউন এর সময় যে রকম পরিমাণ কম্পিউটার পার্টস ও ইলেকট্রনিক্স দ্রব্য কেনা হয়েছিল সেটি বাজারে খুবই প্রভাব ফেলেছিল।
কিন্তু বর্তমানে আমেরিকান ডলারের সাথে ভারতীয় টাকার মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। এর সাথে রয়েছে ইংল্যান্ডের দুর্বল অর্থনৈতিক অবস্থা গতকালের রিপোর্টে জানা গেছে ইংল্যান্ডের অর্থনৈতিক মিনিস্টার কে বরখাস্ত করা হয়েছে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স জিনিসের উপর মানুষ ইনভেস্টমেন্ট করতে চাইছে না।
ইলেকট্রনিক্স মার্কেটে মন্দা দেখা দিচ্ছে। চীনের ভারী লকডাউন এর ফলে সেখানে অফিসের কাজকর্ম প্রায় বন্ধ, সবথেকে বেশি পরিমাণ ইলেকট্রনিক্স প্রোডাক্ট ও কম্পিউটার প্রসেসর অন্যান্য জিনিসপত্র তৈরি হয় চীনের বাজারে। জিনিসপত্রের পরিমাণ কমতে শুরু করেছে।.
এই সময় কম্পিউটারের প্রসেসর নির্মাতা ইন্টেল ( INTEL) কোম্পানি লোকসান এর দিকে যেতে শুরু করেছে। সেকেন্ড কোয়ার্টারের হিসাব অনুযায়ী কোম্পানির বিক্রি ও লাভ এর পরিমাণ অনেকটাই নিচু স্থানে রয়েছে সেই কারণে এই সিদ্ধান্ত। আরেকটি বড় কারণ রয়েছে ইন্টেল এর সাথে মাঠে নেমেছে আরো অনেক কোম্পানি যারা ইন্টেলকে কম পয়সায় টক্কর দিচ্ছে।
কোম্পানি তার কর্মচারীদের বাদ দেওয়ার জন্য নিজেই অস্বস্তিকর পরিবেশ এর সম্মুখীন হচ্ছে। কিন্তু তা সত্বেও ইন্টেল কোম্পানি $52B চিপসেট তৈরি করার লক্ষ্য রেখেছে। সবথেকে বড় মাইক্রোপ্রসেসর তৈরি হওয়ার কোম্পানি স্থানান্তর হতে পারে ওহিওতে ( Ohio )
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel যুক্ত হতে | এখানে ক্লিক করুন |
Google News যুক্ত হতে | এখানে ক্লিক করুন |