WhatsApp SCAM: এই নাম্বার থেকে সাবধান, নইলে খোয়া যাবে ব্যাংক তথ্য

WhatsApp Call Scam
WhatsApp Call Scam

Whatsapp SCAM: বর্তমানে যাদের কাছে স্মার্ট ফোন রয়েছে তারা প্রত্যেকেই Whatsapp ব্যবহারকারী। WHATSAPP সাধারণ মানুষ থেকে ব্যবসার ক্ষেত্রে শুরু করে সবকিছুতেই প্রয়োজন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অর্থাৎ FACEBOOK WHATSAPP INSTAGRAM কোন ভাবে বন্ধ থাকলে আমাদের মাথার ঠিক থাকে না। কোন কোন সময় মনে হয় ফোন আমাদেরকে কন্ট্রোল করছে।

WHATSAPP এর নতুন ধরনের SCAM বাজারে এসেছে। খুবই বিপদজনক। এর মাধ্যমে আপনার ফোনে থাকা সমস্ত ডেটা যেমন ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল ফটো সবকিছুই তাদের হাতে চলে যেতে পারে।

আরও পরুনঃ ট্রেনের পাখা কখনোই চুরি হয় না এর পিছনে কৌশলটি জানেন?

কিছুদিন যাবত অনেকের ফোনেই ইন্টারন্যাশনাল নম্বর থেকে কল এবং মেসেজ আসছে। নম্বরগুলি মালয়েশিয়া বাংলাদেশ কেনিয়া ভিয়েতনাম বিভিন্ন জায়গায় রয়েছে। আপনারা হয়তো অনেকেই মনে করেন এই নাম্বার গুলো বাইরের দেশের তবে তা ভুলেও নয়। এই নম্বর অনাহাসে কিনতে পাওয়া যায়। কিছু স্ক্যামার রয়েছে যারা জালিয়াতির ফাঁদ পেতে বসে রয়েছে এই নম্বরের মাধ্যমে। বিদেশি নম্বর থেকে আপনার হোয়াটসঅ্যাপে কল আসবে এবং মেসেজ আসবে আপনি যদি তাদের ফাঁদে পা দিয়ে ফেলেন তবে আপনাকে কেউ জালিয়াতি থেকে বাঁচাতে পারবে না।

আরও পরুনঃ আধার কার্ড লিংক নিয়ে নতুন আপডেট, নেই কোন বাধ্যবাধকতা

WhatsApp SCAM কিভাবে কাজ করছে?

আপনার হোয়াটসঅ্যাপে কোন বিদেশি নম্বর থেকে কল আসলে আপনি যদি ভুলেও ফোন করেন সেই নম্বরে তবে আপনার ফোনের সমস্ত ডেটা এক্সেস করতে পারবে তারা। আপনার ফোনের ব্যাংক ডকুমেন্ট ওটিপি সমস্ত কিছুর এক্সেস তারা পেয়ে যাবে। বিভিন্নভাবে আপনার কাছ থেকে ডেটা চুরি হবে এবং ব্যাংক থেকে টাকা খোয়া যেতে পারে।

WhatsApp SCAM এর বিরুদ্ধে আপনার কি করণীয়?

কোন আন্তর্জাতিক নাম্বার থেকে কল আসলে বা মেসেজ আসলে তৎক্ষণাৎ সে নাম্বারটা কে ব্লক করুন। নাম্বারটিকে রিপোর্ট করুন।

বর্তমানে এই ঘটনাটি প্রচুর পরিমাণে ছড়াচ্ছে। আপনি আপনার নিজেদের মানুষের কাছে এবং আত্মীয়-স্বজনের কাছে ছড়িয়ে দিন যাতে তারা এই জালিয়াতি থেকে বাঁচতে পারে।

এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।

Telegram Channelএখানে ক্লিক করুন
Facebook Pageএখানে ক্লিক করুন
Twitterএখানে ক্লিক করুন
Kooএখানে ক্লিক করুন
Google Newsএখানে ক্লিক করুন