Bank RD: বর্তমান সময়ের মানুষজন বিনিয়োগ করতে পারলে নিজের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। বাঙালি খুব একটা স্টক মার্কেট ও মিউচুয়াল ফান্ড নিয়ে চিন্তিত নয় তারা ব্যাংক ও পোস্ট অফিসেই খুশি। তবে বর্তমানে স্টক মার্কেটে ইনভেস্ট করার মানুষজনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে বাংলার দিক থেকে তার কারণ বর্তমানে কিছু অত্যাধুনিক অ্যাপ্লিকেশন্স। মান্থলি ইনভেস্ট স্কিম ও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ স্কিম ছাড়াও ব্যাংকে থাকে RD স্কিম। এই স্কিমের মাধ্যমে আপনি অনেক টাকা সুদ পাবেন। শুধু জানতে হবে আপনাকে সঠিক পদ্ধতি। আমাদের এই আর্টিকেল সম্পন্ন করতে থাকুন বিস্তারিতভাবে জানতে পাবেন।
Bank RD scheme
আপনি যদি কোন কিছু তে কর্মরত অবস্থায় থাকেন হতে পারে সেটি কোম্পানি হোক বা সরকারি মাসিক ৩০০০ টাকা Bank RD scheme এর মাধ্যমে বিনিয়োগ করলে আপনি আগামী ৩০ বছরের প্রায় ১.১০ কোটি টাকার মোটা আমানত পাবেন।
আরও পরুনঃ নতুন বছরে ফিক্স ডিপোজিটে কোন ব্যাংক সব থেকে বেশি পরিমাণ সুদ দেয়? জেনে ইনভেস্ট করুন
আপনাকে আপনার মূল আমানতের ১০% বার্ষিক বৃদ্ধির পরিমাণে একটি নতুন RD খুলবেন। তবে এই স্ক্রিন গুলির মাধ্যমে আপনি টাকা ভবিষ্যতে পরিবর্তন করতে পারবেন না বেছে নেওয়া টাকার পরিমান প্রতি মাসে আপনাকে দিয়ে যেতে হবে।
আরও পরুনঃ সামনের মাসে ব্যাংক বন্ধ থাকছে ১১ দিন! কবে কবে দেখে নিন
৩০ বছরের মধ্যে আপনার যেমন আমানতের পরিমাণ হয়ে দাঁড়াবে 60 লক্ষ টাকা যার সুদ পাবেন প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা আসল হয়ে দাঁড়াবে এক কোটি টাকার বেশি। আপনার এবং আপনার প্রিয় মানুষের ভবিষ্যতের জন্য চিন্তা করে এই ইনভেস্টমেন্ট শুরু করুন আজ থেকে। মনে করবেন না আজ না করে সামনের বছর থেকে শুরু করবেন কারণ সামনের বছরটা অনেকটা দেরি হয়ে যেতে পারে।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |