
এপ্রিলের ১ তারিখের পর অর্থাৎ অর্থবছরের শুরুর দিক থেকেই বিভিন্ন স্কিম ফিক্স ডিপোজিট এম আই এস সবকিছুতেই টাকার সুদের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। তার মধ্যে পোস্ট অফিসের স্কিম রয়েছে যার মাধ্যমে আপনি পাঁচ বছরে প্রায় ৪৫% রিটার্ন পাবেন। স্কিমের ব্যাপারে বিস্তারিত জানুন আমাদের এই আর্টিকেলের মাধ্যমে।
কেন্দ্র সরকার সুদের হার পরিবর্তন করেছে পিএফ বাদ দিয়ে সমস্ত সঞ্চয় স্কিমের সুদের হার ১০ থেকে ৭০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। যার মাধ্যমে আপনি পাঁচ বছরে সুদে-আসলে যা জমা করেছেন তার হাফ টাকা সুদ হিসেবে পাবেন। ওষুধের হার ৭% থেকে ৭.৫% বৃদ্ধি করল। পোস্ট অফিসের এই পাঁচ বছরের ফিক্স ডিপোজিটের মাধ্যমে জমানো টাকার আয়করের ধারা ৪০ সি এর অধীনে লোন নিতে পারবেন।
পোস্ট অফিসে পাঁচ বছরের এফ ডি তে ৭.৫% সুদ পাওয়া যাচ্ছে, এর ফলে এফডি ক্যালকুলেটর ২০২৩ অনুসারে ১০ লাখ টাকা জমা হলে ৫ বছর পরে সব মিলিয়ে পাচ্ছে আসল সুদে ১৪,৪৯,৯৪৮ টাকা।
আরও পরুনঃ মমতা ব্যানার্জীর অনুমতি ছাড়াই পার্কিং ফি বৃদ্ধি করায় রেগে গেলেন মুখ্যমন্ত্রী
আরও পরুনঃ পার্কে বসে প্রেম করলে পুলিশ তুলে নিয়ে যেতে পারে? কি জানালো কোর্ট দেখুন
এই একাউন্টের মধ্যে আপনি তিনজন কে যুক্ত করতে পারবেন অবশ্যই তারা প্রাপ্তবয়স্ক হতে হবে। একাউন্টে খোলার সময় লাগবে ১০০০ টাকা সর্বনিম্ন।
আপনি এই ডিপোজিটে এক বছর দুই বছর তিন বছর ও পাঁচ বছরের মেয়াদ জন্য জমা করতে পারেন। তবে সময়ের উপরে নির্ভর করে সোদের পরিমাণ বৃদ্ধি পাবে। এক বছরের জন্য জমা করলে সুদ পাবেন ৬.৮% দুই বছরের জন্য পাবেন ৬.৯% % তিন বছরে ৭% এবং পাঁচ বছরের সম্পূর্ণভাবে ৭.৫%।
টাকা ইনভেস্ট করে পাঁচ বছর একটা মোটা টাকা ফিউচারের জন্য রাখুন।
এই ধরনের আরো বিভিন্ন অজানা তথ্য এবং সতর্ক বার্তা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজওয়াপ সাইটটিকে ফলো করবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই Allow করে দেবেন।
Telegram Channel | এখানে ক্লিক করুন |
Facebook Page | এখানে ক্লিক করুন |
এখানে ক্লিক করুন | |
Koo | এখানে ক্লিক করুন |
Google News | এখানে ক্লিক করুন |