Fast charging bad for mobile battery? | ফাস্ট চার্জিং ফোনের ব্যাটারির পক্ষে কি খারাপ?

Fast charging এখন বেশিরভাগ মোবাইলফোনেই দেখা যায় কিন্তু যারা একটু টেকনিকাল ব্যাপারে ভাবার চেষ্টা করে, তারা জানতে চাই যে ফাস্ট চার্জিং এর ফলে তাদের ব্যাটারি ওপর কোন খারাপ প্রভাব পড়ে কিনা, আজ এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা খুব বিস্তারিতভাবে জানতে পারবেন যে, ফাস্ট চার্জিং আমাদের বর্তমান ফোনে ক্ষতি করে কিনা বা ক্ষতি করলেও কতটা পরিমাণ তার প্রভাব পড়তে পারে আমাদের ওপর।

বর্তমান সময়ে মানুষ তাদের ফোনের ওপর টাকা খরচা করা দিনের পর দিন বাড়িয়ে যেতে চলেছে, এখনকার দিনে একটি apple ডিভাইস এর দাম লাখ টাকা ছাড়িয়ে,শুধু Apple device কেন বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন গুলি এখন লাখ টাকার কাছে চলে গেছে, সে কারণে মানুষ আশা করে যাতে তাদের ফোন একটু বেশি দিন তাদের সাথে থাকুক, বর্তমান সময়ে মানুষের সময়ের দাম অনেক সেই কারণে মানুষ চায় যাতে খুব সহজেই তাদের ফোন দ্রুত চার্জ হয়ে যায়, ফোন যতই দামি কেনা হোক না কেন ব্যাটারি এখনো উন্নত প্রযুক্তির তৈরি করা সম্ভব হয়নি এবং সব ফোনেই সেই একই রকম Lithium Ion (Li-Ion) Battery ব্যবহার করা হয়, এই ধরনের ব্যাটারির কিছু খারাপ দিক রয়েছে কিছু ভাল দিকও রয়েছে আসুন জেনে নিই..

80 Watt

Lithium lon battery pros:

এগুলি খুব সহজে এবং দ্রুত চার্জ করা যায় সেই কারণে বর্তমান প্রযুক্তির ফোনগুলোতে ফাস্ট চার্জিং সাপোর্টেড হয়।

Fast charging
Lithium ion battery

Lithium lon battery cons:

এই ব্যাটার গুলি দ্রুত চার্জ হওয়ার কারণে খুব দ্রুত আবার গরম হয় এবং গরম হওয়ার কারণে বিভিন্ন সময় ফোন ওভারহিট ফলে ব্লাস্ট হওয়ার চান্স থাকে, এই ব্যাটারি গুলিতে বাইরে থেকে কোনরকম প্রেশার তৈরি হলে এবং হিট পেলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে কিছু ফোনে ব্যাটারি ব্লাস্ট হওয়া দেখা গেছে তার বিশিষ্ট উদাহরণ হল- Oneplus Nord 2 এবং এই ব্যাটারীতে সাধারণ মানুষের মতো লাইফ সাইকেল রয়েছে সেই life-cycle পার হয়ে গেলে ব্যাটারি দুর্বল হয়ে যায় এবং তার ক্ষমতা অনেক কমে যায়।ফোনের হাই ওয়াটেজ এর চার্জার গুলি যেমন, 18,30,33,44,50,55,66,67,80 watt নতুন লঞ্চ হওয়া 120 watt & 200 watt যেটি নাকি 8 মিনিটের মধ্যে একটি 4000 mah ব্যাটারি ফোনকে ফুল চার্জ করে দিতে সক্ষম। পরিষ্কারভাবে বলতে গেলে ফোনের মধ্যে সেটি ওভারহিটিং বা টেকনিক্যাল কোন প্রবলেম না থাকে তবে সেই চার্জার এর মাধ্যমে আপনাদের কোন সমস্যা হওয়ার কথা নয় কিন্তু বেশি সময়ের জন্য মোবাইল ফোন ব্যবহারে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়, কারন মানুষ ভাবে অল্প সময়ের জন্য চার্জ দিলে ফুল হয়ে যাবে ফলে একটু একটু করে চার্জে দাও ব্যাটারির তাপমাত্রা বাড়তে থাকে, এবং ব্যাটারি 400-500 charging cycle complete হলে তার 20% করে battery drain হতে থাকে ফলে ব্যাটারির ভিতরে ডেড সেল এর পরিমান বাড়তে থাকে।

Read more:

OIS VS EIS? | What is OIS?

বিভিন্ন ধরনের নতুন খবর এবং টেকনিকাল খেলাধুলা জ্ঞান মূলক তথ্য জানতে হলে আমাদের নোটিফিকেশন বেলটি Allow করতে ভুলবেন না এবং আমাদের সাথে জুড়ে থাকবেন।

Leave a Comment